সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনা এক মাসের মধ্যে বাস্তবায়ন

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনা এক মাসের মধ্যে বাস্তবায়ন
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে মহাপরিকল্পনা এক মাসের মধ্যে বাস্তবায়ন

পোস্টকার্ড ডেস্ক ।।

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর নিয়ে সরকারের গৃহীত মহাপরিকল্পনা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান ।

শনিবার (৩০ জুলাই) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে জঙ্গল সলিমপুরে বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণে প্রত্যাশী সংস্থার সঙ্গে ও পাহাড় সংরক্ষণে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস।   

জেলা প্রশাসক বলেন, চট্টগ্রামে ৩ হাজার ১০০ একর খাস জায়গা রয়েছে। এই ৩ হাজার ১০০ একর খাস জায়গায় বিভিন্ন ভূমিদস্যু ও সন্ত্রাসীরা দীর্ঘ দিন ধরে পাহাড় দখল এবং পাহাড় কেটে বসতি স্থাপন করছে। তারই আলোকে সরকারের উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও সভায় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

খালেদ / পোস্টকার্ড;