সীতাকুণ্ডের   জঙ্গল সলিমপুরে আগামী মাসেই বার্ডস পার্ক নির্মাণ শুরু

সীতাকুণ্ডের   জঙ্গল সলিমপুরে আগামী মাসেই বার্ডস পার্ক নির্মাণ শুরু
সীতাকুণ্ডের   জঙ্গল সলিমপুরে আগামী মাসেই বার্ডস পার্ক নির্মাণ শুরু

 

সীতাকুণ্ড প্রতিনিধি ।।  

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ পরিকল্পনা রয়েছে। এই এলাকার উন্নয়নে এখানে সাফারি পার্ক, খেলার মাঠ, বার্ডস পার্ক ইত্যাদি নির্মাণের চিন্তাভাবনা চলছে। তবে সর্বপ্রথম নির্মাণ হবে বার্ডস পার্ক। আগামী মাসেই এখানে নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্ক নির্মাণ শুরু হবে।

রবিবার (১২ মার্চ) সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর পরিদর্শনকালে চট্টগ্রামের নবাগত জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফকরুজ্জামান একথা বলেন।

চট্টগ্রামে যোগদানের পর এদিন তিনি প্রথমবারের মতো সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত আলোচিত জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন। দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তিনি এখানে অবস্থান করে এলাকার অবস্থা খতিয়ে দেখেন।

 এ সময় তিনি বলেন, এখানে কোন অবৈধ দখলদার থাকবে না। অবৈধভাবে পাহাড় কাটা, সরকারি জমি দখল, সন্ত্রাসী কার্যক্রম এবং মাদক ব্যবসার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে প্রকৃত ভূমিহীন ও গৃহহীনদের যথাযথ নিয়মে পুনর্বাসন করা হবে। তিনি এ এলাকাটিকে সন্ত্রাস ও অবৈধ দখলমুক্ত করতে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

 এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার এস.এম শফিউল্লাহ, সীতাকুণ্ড উপজেলা চেয়ারম্যান আলহাজ এস.এম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, ওসি তোফায়েল আহমেদ প্রমুখ।

পুলিশ সুপার শফিউল্লাহ বলেন, আইন-শৃঙ্খলা বিরোধী কার্যকলাপ করে অনেকেই জঙ্গল সলিমপুরে এসে আশ্রয় নেন। এটি আর হতে দেব না। সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করা হবে।

সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, জেলা প্রশাসক স্যার জঙ্গল সলিমপুরে প্রথমবারের মতো পরিদর্শন করেছেন। স্যারের নির্দেশনা অনুযায়ী আগামী মাসেই নাইট সাফারি পার্কের আদলে বার্ডস পার্কের কাজ শুরু হবে। আর তা হলে এই এলাকাটি আরো অনেক আলোকিত হয়ে উঠবে। পর্যায়ক্রমে সরকারের সমস্ত পরিকল্পনা বাস্তবায়ন হলে এলাকাটির যে দুর্নাম ছিলো তা আর থাকবে না।

 খালেদ / পোস্টকার্ড ;