সীতাকুণ্ডের আরও ৩৮ গৃহহীন পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর

সীতাকুণ্ডের আরও ৩৮ গৃহহীন পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর
সীতাকুণ্ডের আরও ৩৮ গৃহহীন পরিবার পেল আশ্রয়ণ প্রকল্পের ঘর

পোস্টকার্ড ডেস্ক ।।

মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য আবাসন ব্যবস্থা নিশ্চিত করার অংশ হিসেবে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল দশটার সময় ভূমিহীন ও গৃহহীনদের কাছে আরো ২৬ হাজার ২২৯টি ঘর হস্তান্তর করেন।

প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই গৃহহীন ও ভূমিহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তান্তর করেছেন এবং সারাদেশের মতো সীতাকুণ্ডে উপজেলায়ও গৃহহীনদের মাঝে ৩৮টি ঘর হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর ভার্চুয়ালী উদ্বোধনের পর সীতাকুণ্ড উপজেলা হল রুমে সকালে উপকারভোগীদের মাঝে ৩৮টি ঘর হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুচ্ছোফা প্রমুখ।

এছাড়া বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ঘরের কাগজপত্রের পাশাপাশি ৩৮টি ঘরের উপকারভোগীদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।

তাছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে একটি করে শাড়ি ও একটি করে পাঞ্জাবি উপহার হিসেবে দেওয়া হয়েছে বলে জানান ইউএনও মো. শাহাদাত হোসেন।

খালেদ / পোস্টকার্ড;