​​​​​​​সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও সাংবাদিক হেনস্তা , ৫ পুলিশ সদস্য ক্লোজড

​​​​​​​সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও সাংবাদিক হেনস্তা , ৫ পুলিশ সদস্য ক্লোজড
​​​​​​​সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি ও সাংবাদিক হেনস্তা , ৫ পুলিশ সদস্য ক্লোজড

পোস্টকার্ড ডেস্ক ।।

রাতের আঁধারে সীতাকুণ্ডে হাইওয়ে পুলিশের চাঁদাবাজির দৃশ্য ধারণে দুই সাংবাদিককে হেনস্তা করার অভিযোগে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই মাসুদ রানাসহ ৫ জন পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। ১১ মে রাতে তাদের ৫ জনকে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তারা হলেন, সাংবাদিকদের হেনস্তাকারী এএসআই মাসুদ রানা, কনস্টেবল লোকমান হোসেন, কনস্টেবল আমান, করিম ও জহির।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ।

এর আগে ১০ মে মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সম্মুখে একটি দূর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাস ও একটি বালুবাহী ড্রাম ট্রাক থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশের ওই সদস্যরা। চাঁদাবাজির দৃশ্য মোবাইলে ধারণ করতে চাইলে একুশে পত্রিকার প্রতিবেদক এম কে মনির ও অন্য একটি পত্রিকার সীতাকুণ্ড প্রতিনিধি ফারহান সিদ্দিককে হেনস্তা করেন এএসআই মাসুদ রানাসহ অন্যান্যরা। সাংবাদিকদের অভিযোগ, অনৈতিকভাবে দূর্ঘটনা কবলিত বাস ও ট্রাক থেকে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি করার ভিডিও ধারণ করতে চাইলে তারা মোবাইল ফোন কেড়ে নেয়, গলাধাক্কা দিয়ে গাড়িতে তোলার চেষ্টা করে এবং গ্রেফতারের হুমকি দেয়। পরে স্থানীয় জনতা ও বাস যাত্রীদের রোষানলে পড়ে দ্রুত স্থান ত্যাগ করে।

সাংবাদিক হেনস্তার এ ঘটনায় জাতীয় দৈনিক সময়ের আলো, পোস্টকার্ডবিডি.কমসহ বেশ কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মোঃ রহমত উল্লাহ'র নজরে আসে। এরপরই সাংবাদিকদের হেনস্তায় অভিযুক্ত ৫ পুলিশ সদস্যকে ক্লোজড করে কুমিল্লা রিজিয়নে সংযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ আব্দুল্লাহ বলেন, পুলিশ সুপারের আদেশে ৫ জনকে ক্লোজড করা হয়েছে। ওইদিন ডিউটিতে যারা ছিলো তাদের সবাই।

খালেদ / পোস্টকার্ড ;