সীতাকুণ্ডে এমএফজেএফ'র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে “হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন

সীতাকুণ্ডে এমএফজেএফ'র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে “হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন
সীতাকুণ্ডে এমএফজেএফ'র প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে “হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন

পোস্টকার্ড ডেস্ক ।।

মহসিন-ফাতেমা সিদ্দিকী যুবকল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ) এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ২ মাসব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এ উপলক্ষ্যে নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে  “হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ” কর্মসূচির আয়োজন করা হয় ।

শুক্রবার  ( ৭ জুলাই) অনুষ্ঠানের  প্রধান অতিথি নারীনেত্রী সুরাইয়া বাকের। এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মুরাদপুর ইউনিয়নের ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের মহিলা মেম্বার রেজিয়া সুলতানা এবং সংগঠনের উপদেষ্টা মো. মহিন উদ্দিন, নুর উদ্দিন লিটন, মো. জাহেদ হোসেন, মো. মোবারক আলী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউসার আহম্মেদ সরোয়ারী। সঞ্চালনা করেন সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদিকা আফরোজা সুলতানা ও হ্যান্ড পেইন্টের প্রশিক্ষক সংগঠনের পরিবেশবিষয়ক সম্পাদিকা মোহছেনা মিনা।

সংগঠনের প্রথম বর্ষপূর্তিতে যেসব প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে তা হলোঃ

১. কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা - আগামী ২২জুলাই সীতাকুণ্ড কামিল এম. এ মাদ্রাসায় অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা ১৫ তারিখের মধ্যে ০১৯৬১৮৪৬২৪২ ও ০১৮৩২৭৪৬৮৬৩ নম্বরে যোগাযোগ করে নিজেদের আসন নিশ্চিত করতে হবে।

২. ফুটবল টুর্নামেন্ট

৩. রচনা প্রতিযোগিতা - বিষয়ঃ পরিবেশ সংরক্ষণে তরুণ সমাজের ভূমিকা।

রচনা লিখে সংগঠনের কার্যালয়ে ( উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন, সীতাকুণ্ড,চট্টগ্রাম ) অথবা পরিষ্কার ছবি তুলে ই-মেইল – siddiqiwelfare@gmail.com এ পাঠাতে হবে। ( জমা দেয়ার শেষ তারিখঃ ১৫জুলাই ) যোগাযোগঃ ০১৮৩২৭৪৬৮৬৩

৪. চিত্রাঙ্কন প্রতিযোগিতা - ২১জুলাই সকাল ৯টায় সীতাকুণ্ডের ইপসা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা ১৫ জুলাইয়ের মধ্যে ০১৮৪৯২৬৬৫৫৮ নম্বরে যোগাযোগ করে নিজেদের আসন নিশ্চিত করতে হবে।

৫. কবিতা আবৃত্তি - ২১জুলাই সকাল ৯টায় সীতাকুণ্ডের ইপসা মিলনায়তনে  অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা ১৫জুলাইয়ের মধ্যে ০১৮৪৯২৬৬৫৫৯ও ০১৮২১০৬৪১৪৩  নম্বরে যোগাযোগ করে নিজেদের আসন নিশ্চিত করতে হবে।

৬. সংগীত প্রতিযোগিতা - ২১ জুলাই সকাল ৯টায় সীতাকুণ্ডের ইপসা মিলনায়তনে  অনুষ্ঠিত হবে।

আগ্রহীরা ১৫জুলাইয়ের মধ্যে ০১৮২১০৬৪১৪৩ ও ০১৮২৩৭৪০১১৫ নম্বরে যোগাযোগ করে নিজেদের আসন নিশ্চিত করতে হবে।

খালেদ / পোস্টকার্ড ;