সীতাকুণ্ডে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

সীতাকুণ্ডে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা
সীতাকুণ্ডে রাত ৮টার পর দোকান খোলা রাখায় ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

পোস্টকার্ড ডেস্ক ।।

রাত ৮টার পর সীতাকুণ্ডে দোকান খোলা রাখায় ১০ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ২৬ হাজার টাকা আদায় করা হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত ৮টা থেকে দু’ঘণ্টার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহাদাত হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম।

এ সময়  সহকারী কমিশনার মো. আশরাফুল আলম বলেন, বিদ্যুৎ সাশ্রয়ে সকলকে এগিয়ে আসার জন্য উপজেলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে। 

এ বিষয়ে ইউএনও মো. শাহাদাত হোসেন বলেন, সরকারের নির্দেশনা ছিল, নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়া অন্য সব ব্যবসাপ্রতিষ্ঠান রাত আটটার পর বন্ধ থাকবে। এ ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানেও সর্বনিম্ন বিদ্যুৎ ব্যবহার করতে হবে। যাঁরা এ নির্দেশ মানছিলেন না, তাঁদের জরিমানা করা হচ্ছে। এ ছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন বাজারে জনসচেতনতামূলক মাইকিং করছেন তাঁরা। এরপরও অনেকে নির্দেশনা মানছেন না। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

খালেদ / পোস্টকার্ড ;