শিপ ইয়ার্ড দখলের অভিযোগ, সীতাকুণ্ড থানায় ২ মামলা

শিপ ইয়ার্ড দখলের অভিযোগ, সীতাকুণ্ড থানায় ২ মামলা
সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড দখলের অভিযোগ

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ড জোর করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানায় অভিযোগ করেছে ভুক্তভোগী। তবে অভিযুক্ত ব্যক্তি দখল করা ভূমি নিজের বলে দাবি করেছেন ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের বার আউলিয়া বক্তারপাড়া সমুদ্র উপকূল এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। শিপইয়ার্ড দখল ও একটি সরকারি কাজে বাঁধা প্রদানের অভিযোগে গত শুক্রবার রাতে থানায় মামলা দুটি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইছড়ি ইউনিয়নের বক্তারপাড়া সমুদ্র উপকূলে ফরিদুল আলম নামের এক ব্যক্তির মালিকানাধীন আলী স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ড নামের একটি পুরাতন জাহাজ ভাঙার কারখানা রয়েছে। তবে এই জায়গাটি দীর্ঘদিন ধরে নিজেদের বলে দাবি করে আসছে পাশ্ববর্তী এমএ শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক মাহবুবুল আলম। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কয়েকবার শালিস বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে সমঝোতায় আসতে পারেনি দুই পক্ষ। বৃহস্পতিবার দলবল নিয়ে এসে এই ইয়ার্ডের একটি অংশ দখল করে নেন মাহবুবুল আলম। এ ঘটনায় ফরিদুল আলম বাদী হয়ে মাহবুবুল আলম ও তার ভাই আনোয়ার আলমসহ অজ্ঞাত ২০০/৩০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

ফরিদুল আলম বলেন, জায়গাটি আমি ব্যাংক থেকে ক্রয় করেছি। মাহবুবুল আলমরা পাচঁ কোটি টাকার যন্ত্রপাতিসহ অতর্কিতভাবে আমার ইয়ার্ডটি দখল করে টিনের ঘিরা দিয়ে তাদের সীমানার ভিতরে নিয়ে গেছেন। তিনি বলেন, জায়গা পেয়ে থাকলে আইন আদালতের মাধ্যমে আসবে। দিন-দুপুরে জবর দখল করবে কেন? 

অভিযুক্ত মাহবুবুল আলম বলেন, আলী শিপ ইয়ার্ডে আমাদের জায়গা রয়েছে। এ নিয়ে কয়েকবার বৈঠক হলেও তারা জায়গা ছাড়ছিলনা। তাই আমরা আমাদের জায়গা দখলে নিয়েছি। 

তিনি বলেন, ফরিদুল আলম জায়গা কিনেছে মাত্র ২০০ শতক । অথচ দখলে আছে ৪৮০ শতক। এটা নিয়ে বৈঠক হবে।

সীতাকুণ্ড থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, শিপইয়ার্ড দখলের অভিযোগ তদন্তে গিয়ে বাধার মুখে পড়তে হয় ভাটিয়ারী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের। তখন দুর্ব্যবহার ও হুমকি-ধমকি দেয়া হয় তাদের। এ ঘটনায় সরকারি কাজে বাধা, সরকারি কর্মকর্তাদের সাথে অশালীন আচরণ, হুমকি-ধমকির অভিযোগে শুক্রবার রাতে ৩ জনকে আসামি করে ভাটিয়ারী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. নুরুল আহসান একটি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, বার আউলিয়ার এম এ শিপ ব্রেকিং ইয়ার্ডের মালিক ও শীতলপুরের মৃত আব্দুল মোতালেবের ছেলে মাহবুবুল আলম (৬০), আনোয়ারুল আলম (৫৫) ও একই শিপইয়ার্ডের সেফটি সিকিউরিটি মো. শরীফ (৪২)।

অন্যদিকে ওইদিন রাতে বহিরাগত সন্ত্রাসী দিয়ে জোরপূর্বক আলী স্টিল শিপইয়ার্ডটি দখলের অভিযোগে এম এ শিপ ব্রেকিংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এতে ৪ জনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী আলী স্টিলের মালিক ফরিদুল আলম। মামলার আসামিরা হলেন এম এ শিপ ব্রেকিংয়ের মালিক মাহবুবুল আলম (৬০), আনোয়ারুল আলম (৫৫), ম্যানেজার বাহাদুর খান (৪০), সুপারভাইজার ফোরকান ও পরিচালক নঈম উদ্দিন (৪০)। এ ঘটনায় অজ্ঞাত আরো ৬০-৭০ জনকে আসামি করা হয়।

তবে সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, এসব মামলায় এখনো কেউ গ্রেপ্তার হয়নি ।

খালেদ / পোস্টকার্ড ;