সীতাকুণ্ডে যুবলীগের কার্যালয়ে বিএনপির সন্ত্রাসী হামলা, আহত ৬

সীতাকুণ্ডে যুবলীগের কার্যালয়ে বিএনপির সন্ত্রাসী হামলা,  আহত ৬
সীতাকুণ্ডে যুবলীগের কার্যালয় বি এন পির হামলা, আহত ৬

পোস্টকার্ড নিউজ ।।

সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ-এর কার্যালয়ে হামলা করেছে বি,এন,পির সন্ত্রাসীরা । এ সময় ৫ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ তারেক সহ  ৬  জন আহত হয়েছে ।

উল্লেখ্য, ৭ডিসেম্বর বুধবার বিকাল ৫টায় সীতাকুণ্ড উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শাহাজাহান এবং ২নং বারৈয়াঢালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ বারৈয়াঢালা ইউনিয়নের  ৯ নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের শুভ উদ্বোধন করেন। 

পরবর্তীতে সন্ধ্যায়  বি,এন,পির ৫০/৬০ জন নেতা কর্মী স্লোগান নিয়ে ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে হামলা চালিয়ে যুবলীগ নেতা কর্মীদের আহত করেন এবং সেখানে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

এই ঘটনায় ২নং বারৈয়াঢালা  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে। সীতাকুণ্ড উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি বিএনপি জামাতের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃস্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. তোফায়েল আহমেদ বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি সেখানে যুবলীগ কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং রকেট লাঞ্চার ও ককটেলসহ কিছু আলামত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, অভিযোগ পেলে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খালেদ / পোস্টকার্ড