সীতাকুণ্ডে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

সীতাকুণ্ডে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা
সীতাকুণ্ডে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, দুই ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা

পোস্টকার্ড ডেস্ক ।।

বৈধ কোন কাগজপত্র না থাকায় সীতাকুণ্ডের জনতা ডায়াগনষ্টিক ল্যাব নামে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ওষুধ বিক্রির অপরাধে বিরাজ ফার্মেসীকে ১৫ হাজার টাকা ও শিপ্রা মেডিসিন সেন্টারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২২ আগস্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহাদাত হোসেন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাসেদ ও সীতকুণ্ড থানার উপ-পরিদর্শক ইমরানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, উপজেলার পৌর সদর বাজারের কয়েকটি ফার্মেসী ও ডায়াগনষ্টিক ল্যাবে  অভিযান চালানো হয়েছে। এ সময় বৈধ কাগজপত্র না থাকায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে দুটি ফার্মেসিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি জানান ভবিষ্যতেও এমন অভিযান চলমান থাকবে।

খালেদ / পোস্টকার্ড ;