সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সীতাকুণ্ডে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ  ডেস্ক ।। 

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষ্যে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (২৫ জুলাই) সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলার  চত্বরে প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। 

র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলাউদ্দিন সাবেরি, উপজেলা মৎস কর্মকর্তা কামাল উদ্দীন চৌধুরি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মকর্তা-কর্মকর্তাগণ। কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অধিদপ্তর এই অনুষ্ঠানের বর্ণাঢ্য আয়োজন করে। আলোচনা সভা শেষে  সফল মৎস চাষীকে সম্মাননা  প্রদান করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;