বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকীতে চট্টগ্রামে জাতির পিতার ম্যুরালে বিএফইউজে’র শ্রদ্ধার্ঘ্য

বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকীতে চট্টগ্রামে জাতির পিতার ম্যুরালে বিএফইউজে’র শ্রদ্ধার্ঘ্য
বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকীতে চট্টগ্রামে জাতির পিতার ম্যুরালে বিএফইউজে’র শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব প্রতিবেদক।।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সাংবাদিকদের জাতীয় শীর্ষ সংগঠন বিএফইউজে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিএফইউজে নেতৃবৃন্দ এ প্রত্যয় ব্যক্ত করেন।

বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন তথা তৃণমূল মানুষের ভাগ্য উন্নয়নে গনমাধ্যমের দায়িত্ববোধের কথা উল্লেখ করে বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, বঙ্গবন্ধু জীবন দিয়ে প্রমাণ করেছেন বাংলার মানুষের জন্য তাঁর প্রতিজ্ঞায় ঘাটতি ছিলনা। দেশপ্রেমই ছিল বঙ্গবন্ধুর আদর্শের মূল। তাঁর ত্যাগ ব্যর্থ হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়াই মুজিব জন্মশতবর্ষে সবার লক্ষ্য হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিএফইউজে’র সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব মহসীন কাজীর সঞ্চালনায় এ উপলক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, বিএফইউজে নির্বাহী সদস্য আজহার মাহমুদ, বিএফইউজে’র সাবেক সহ-সভাপতি যথাক্রমে মোস্তাক আহমেদ ও শহিদুল আলম, সিইউজে’র সাবেক সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, বিএফইউজের সাবেক যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক, মুক্তিযোদ্ধা সাংবাদিক দেবপ্রসাদ দাশ দেবু, সিইউজের সাবেক সহ-সভাপতি সুলতান আহমদ আশরাফী ও স. ম ইব্রাহিম, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটু, যুগ্ম সম্পাদক সবুর শুভ, অর্থ সম্পাদক কাশেম শাহ, চট্টগ্রাম প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাসির উদ্দীন তোতা, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আলিউর রহমান, চট্টগ্রাম ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ মাহমুদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, ক্রীড়া সম্পাদক আশীষ বডুয়া দেবু, সিইউজে’র প্রচার সম্পাদক ইফতেখার ফয়সাল ইফতি, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক লতিফা আনসারী রুনা, চিটাগাং টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি শফিক আহমেদ সাজিব, সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু, সিইউজে’র সাবেক অর্থ সম্পাদক নুরুদ্দিন আহমেদ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম ও কুতুব উদ্দিন, সিনিয়র সাংবাদিক তপন দাশ, একেএম কামরুল ইসলাম চৌধুরী, তমাল চৌধুরী, প্রভাত বড়ুয়া, শতদল বড়ুয়া, বিপুল বড়ুয়া, হাসান শাহরিয়ার, কুতুব উদ্দিন চৌধুরী , মিহির চক্রবর্তী, হোসাইন জিয়াদ, এমদাদুল হক, রাহুল দাশ নয়ন, গোলাম সরোয়ার, অমিত দাশ, অনুপম বড়ুয়া, কমল দাশ, ফরিদ উদ্দিন, টিভি ক্যামেরা জার্নালিস্টস এসোসিয়েশন (টিসিজেএ) চট্টগ্রাম’র সহ-সভাপতি আলী আকবর, যুগ্ম সম্পাদক এমরাউল কায়েস মিঠু, সাংগঠনিক সম্পাদক সঞ্জয় মল্লিক, অর্থ সম্পাদক মো. আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল আলম মামুন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য সাইমুল আল মুরাদ, নুর হাসিব ইফরাজ, টিসিজেএ সদস্য সুমন গোস্বামী, আবু জাহেদ, রবিউল হোসেন টিপু, রোকন উদ্দিন, রনি গোমেজ, আসাদুজ্জামান লিমন, মোহাম্মদ ইমুসহ প্রমুখ।