সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া ১৭১ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫৯ জনই বিভিন্ন মামলার আসামি

সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়া ১৭১ কাউন্সিলর প্রার্থীর মধ্যে ৫৯ জনই বিভিন্ন মামলার আসামি

নিজস্ব প্রতিবেদক।।

চট্টগ্রাম সিটি নির্বাচনে ৪০টি সাধারণ ওয়ার্ডের ১৭১ প্রার্থীর মধ্যে ৫৯ জন বিভিন্ন মামলার আসামি। অস্ত্র, হত্যাচেষ্টা, পাহাড়কাটা, চাঁদাবাজি, নাশকতা ছাড়াও ছয়জনের বিরুদ্ধে রয়েছে হত্যা মামলা। নির্বাচনে তাদেরকেই বড় দুইদল আওয়ামী লীগ ও বিএনপি সমর্থন দেয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা।

যারমধ্যে ১ নং ওয়ার্ডে তৌফিক আহমেদ চৌধুরী, ৭ নং ওয়ার্ডে মোবারক আলী, ১৪ নং ওয়ার্ডে আবুল হাসনাত বেলাল ও শাহ আলম, ১২ নং ওয়ার্ডে সাবের আহম্মদ এবং ২৮ নং ওয়ার্ডে আবদুল কাদের হত্যা মামলার আসামি।

এর বাইরে ১০ জনের বিরুদ্ধে মামলা আছে চেক প্রতারণার। এছাড়া অন্যদের বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, বাড়ি দখল, ভূমি আত্নসাতসহ নানা মামলা।

বিএনপি সমর্থন পাওয়া মেয়র ও সব কাউন্সিলর প্রার্থীরাই নাশকতা মামলার আসামি। রাজনৈতিক কারণে এসব মামলা বলে দাবি তাদের।

নাগরিক সমাজ বলছে, রাজনৈতিক ছাড়া অন্য মামলার আসামিদের মনোনয়ন দেয়ার ব্যাপারে সর্তক থাকা উচিত ছিল। তবে প্রার্থীদের হলফনামায় দেয়া তথ্য ব্যাপকভাবে প্রচারের জন্য নির্বাচন কমিশনকে তাগিদ দিয়েছেন তারা।

এসব প্রার্থীর মধ্যে ২৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল কাদের নির্বাচনি সহিংসতার মামলায় রিমান্ডে আছেন।