শিল্পপতি নাসির উদ্দিন নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত, শেষ বিদায় জানাতে নানান শ্রেণির মানুষের ভীড়

শিল্পপতি নাসির উদ্দিন নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত, শেষ বিদায় জানাতে নানান শ্রেণির মানুষের ভীড়
শিল্পপতি নাসির উদ্দিন নিজ গ্রামে চিরনিদ্রায় শায়িত, শেষ বিদায় জানাতে নানান শ্রেণির মানুষের ভীড়

পোস্টকার্ড ডেস্ক ।।

দেশের অন্যতম সেরা শিল্প উদ্যোক্তা প্যাসিফিক জিন্সের কর্ণধার মাে. নাসির উদ্দিন সীতাকুণ্ডের ছলিমপুরে চিরনিদ্রায় শায়িত হলেন । বুধবার বিকাল ৫টায় সীতাকুণ্ডের ছলিমপুরের নিজ গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তাকে শেষ বিদায় জানাতে আসেন নানান শ্রেণি পেশার মানুষ  ।

চট্টগ্রামের সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের বাসিন্দা মরহুম আব্দুল জলিলের সন্তান তৈরি পােশাক শিল্পে বিপ্লব সৃষ্টিকারী প্রতিভা ও দানশীল ব্যক্তিত্ব শিল্পপতি মাে. নাসির উদ্দিন বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই গত ২৮ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন তিনি। এরপর যাবতীয় প্রক্রিয়াশেষে ইউএস বাংলার একটি বিশেষ ফ্লাইটে বুধবার সকাল ৭টায় তার মরদেহ দেশে আনা হয়। সকাল সাড়ে ৯টায় তার দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রামের সিইপিজেড এলাকায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। দুপুর দেড়টায়। জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা ।

এতে অংশ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ'র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, এস এম ফজলুল হক, পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মােহাম্মদ মিজানুর রহমান, দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী।

এছাড়াও অংশ নেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রথম সহ-সভাপতি শাহাবউদ্দিন আহমেদ, এস এম নুরুল হক, এম এম আবু তৈয়ব, নাসির উদ্দিন চৌধুরী, নাসিরউদ্দিন আহমেদ চৌধুরী, মঈনউদ্দিন আহমেদ, মােহাম্মদ আবদুস সালাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, শহীদুল্লাহ আজিম, খন্দকার রফিকুল ইসলাম ও রাউজান উপজেলা চেয়ারম্যান এবং উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি এহেছানুল হায়দর চৌধুরী বাবুল।

সরেজমিনে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়- এলাকায় অত্যন্ত সজ্জন, দানশীল-পরােপকারী ব্যক্তি হিসেবে পরিচিত শিল্পপতি নাসির উদ্দিনকে শেষবারের মতাে দেখতে তার বাড়িতে সর্বস্তরের মানুষের ঢল নামে। সেখানে তৃতীয় জানাজায় উপস্থিত হন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য। এম এ লতিফ, চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য দিদারুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, শিল্পপতি নাসির উদ্দিনের ভাতিজা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন, ইউএনও মাে. শাহাদাত হােসেন, নাসির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র সৈয়দ তানভীরসহ তিন পুত্র। 

জানাজায় অংশ নেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুর উদ্দিন রাশেদ, জেলা পরিষদের সদস্য আ ম ম দিলশাদ, বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান, মেম্বার, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, দেশের খ্যাতনামা ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।

খালেদ / পোস্টকার্ড ;