শর্ত অমান্য করে পাহাড় কেটেছে সিডিএ : পরিবেশ মন্ত্রী

শর্ত অমান্য করে পাহাড় কেটেছে সিডিএ : পরিবেশ মন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক।।

বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ সাহাব উদ্দিন বলেছেন, আমরা পাহাড় কাটতে পারি কিন্তু আমরা কোটি টাকা খরচ করেও একটি প্রাকৃতিক পাহাড় গড়তে পারব না। আমাদের পাহাড়কে অবশ্যই রক্ষা করতে হবে। ব্যক্তি মালিকানাধীন পাহাড় কাটতেও সরকারের অনুমতি লাগবে। প্রয়োজনে সরকারের অনুমতি সাপেক্ষে বিধি পাহাড় মোতাবেক কাটা যাবে।

সিডিএ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আজ আমি সরেসমিনে সিডিএ’র পাহাড় কাটার দূশ্যটি পরিদর্শন করেছি। রাস্তা তৈরি করার জন্য অনুমতি নিয়ে সিডিএ পাহাড় কেটেছে। কিন্তু শর্ত অনুযায়ী কাটা হয়নি। ফলে জরিমানা গুনতে হয়েছে। আমি দেখেছি রাস্তার পাশে একটা লেক ভরাট করা হয়েছে। সেখানে ওয়াল নির্মাণ করে করে বিশা পাহাড় কাটা হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নেয়ার নির্দেশনাও দেন মন্ত্রী। সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী পাহাড়ে বসবাসকারী সকল ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের তালিকা তৈরি করে সরিয়ে দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সাকির্ট হাউজে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২০তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জয়বায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসি। এসময় সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতনি প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।