রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ জনের মৃত্যু

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগুন, ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক।।

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল ইসলাম। তিনি জানান, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে আগুন লাগার পর বারিধারা ফায়ার স্টেশন আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে আছে। করোনা ইউনিটে থাকা পাঁচ জন মারা গেছেন।

তারা হলেন,- মো. মাহবুব, মো. মনির হোসেন, ভারুন এ্যান্থনী পল, খাদেজা বেগম এবং রিয়াজউল আলম। তারা সবাই প্রফেসর ডাক্তার মোহাম্মদ ওমর ফারুকের তত্ত্বাবধানে ছিলেন। পাঁচজনের মধ্যে তিনজন কোভিড-১৯ পজেটিভ ছিলেন, অন্যদুজন নেগেটিভ ছিলেন।

এসি বিস্ফোরণে জরুরি বিভাগ এবং সংলগ্ন আইসিইউ  করোনা ইউনিট পুড়ে গেছে বলে জানা যায়। 

রাত ১০টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একে একে পাঁচজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই করোনা রোগী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি। 

হাসপাতালের চিফ অব কমিউনিকেশন ডা. সাগুফতা আনোয়ার বলেন, 'মূল ভবনের বাইরে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। তবে সবাই নিরাপদে আছেন। কোনও ধরনের ধোঁয়া হাসপাতালের ভেতরে যায়নি।'

তিনি আরও বলেন, '১০ থেকে ১২ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সবকিছূ মিলিয়ে নিয়ন্ত্রণে আছে পরিস্থিতি। ওখানে থাকা রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে।'