লায়ন আলহাজ্ব মোহাম্মদ  ইমরানের ব্যাক্তিগত  পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ 

লায়ন আলহাজ্ব মোহাম্মদ  ইমরানের ব্যাক্তিগত  পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ 
লায়ন আলহাজ্ব মোহাম্মদ  ইমরানের ব্যাক্তিগত  পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ 

সীতাকুণ্ড প্রতিনিধি ।। 

চট্রগ্রামের সীতাকুণ্ডে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, রাজনীতিবিদ, সিমনী শীপ রি-সাইক্লেলিং ইন্ডাস্ট্রিজ এর সত্ত্বাধিকারী আলহাজ্ব লায়ন মোহাম্মদ ইমরানের ব্যক্তিগত পক্ষ থেকে সীতাকুণ্ডের প্রায় ১ হাজার অসহায়, হত দরিদ্র নারী-পুরুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে ।  

সোমবার (১০ এপ্রিল)  বেলা ১১ টার সময় সিমনী শীপ রি-সাইক্লেলিং ইন্ডাস্ট্রিিজ এর অফিসের সামনে এ উপহার সামগ্রি বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন লায়ন মোহাম্মদ ইমরান ।

প্রতিবছরের ন্যায় এবার ও সমাজের পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই উপহার সামগ্রি বিতরণ করেন বলে জানান মোহাম্মদ ইমরান । এই সময় তিনি সবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করেন। একে একে সবার সুখ-দু:খের কথা শুনেন। রমজানের শুরুতে প্রায় এক হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রি বিতরণের পর এবার ঈদ সামগ্রি বিতরণ করেলেন। 

ঈদ উপহার পেয়ে ভাটিয়ারি মুন্সিবাড়ির উপকারভূগী এক বৃদ্ধা বলেন, প্রতিবছর আমাদের এই ঈদ সামগ্রি দিয়ে থাকেন। এবছর ও পেলাম। অনেক খুশি লাগছে এই শাড়ি, লুঙ্গি পেয়ে। নতুন লুঙ্গি পেয়ে ঈদ করতে পারবো ভাবিনী।

এসময় আরো  উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ ইকরাম, সিনিয়র সাংবাদিক ডেইলী পিপলস ভিউ এর প্রধান নির্বাহী ও সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার সিদ্দিক খসরু, সাংবাদিক ফারহান সিদ্দিক, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, সিমনী শীপ রি-সাইক্লেলিং ইন্ডাস্ট্রিজ ম্যানেজার শহিদ প্রমুখ। 

খালেদ / পোস্টকার্ড ;