কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল

কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল
কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণে চট্টগ্রামে তাজিয়া মিছিল

বিশেষ প্রতিবেদক।।

কারবালার শোকাবহ ঘটনাকে স্মরণে প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রামে আশুরার দিনে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়।

শনিবার (২৯ জুলাই) নগরের ঝাউতলা, ওয়ারল্যাস মোড়সহ বিভিন্ন এলাকা থেকে শত শত নারী-পুরুষসহ শিশু-কিশোররা মিছিলে অংশ নেন।

দুপুর সাড়ে ৩টা থেকে ঝাউতলা মোড় থেকে বের হয় তাজিয়া মিছিল। শুরুতেই দেখা যায় রংবেরঙ এর কাগজ ও কাঠের তৈরি বিভিন্ন আকৃতির মিনার। কারবালার ইতিহাস স্মরণ করিয়ে দিতে যুগ যুগ ধরে এসব প্রতিকৃতির ব্যবহার করছে শিয়া মতাদর্শের ধর্মপ্রাণ মুসলিম ধর্মালম্বীরা। 

আর এই মিশিলে বিশেষ শোভা পেয়েছে শহিদ ইমাম হাসানের ঘোড়া ও সেই প্রতিকৃতিকে ঘিরে লাঠি, তলোয়ার নিয়ে প্রতীকি যুদ্ধ। অনেকে আবার মুখের ভেতর কেরসিন নিয়ে দেখাচ্ছে আগুনের খেলা। আবার অনেকে ঢোল পিটিয়ে তাল তুলছে তাজিয়া মিছিলে।

প্রতি বছর ঝউতলার বিহারী সম্প্রদায়ের এই মিছিল পালিত হয় নানান আড়ম্বরে। তবে ৩০ তারিখে উপ-নির্বাচনকে ঘিরে এই বছর পালিত হয়েছে কিছুটা ছোট পরিসরে।

কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার স্মরণে দিনটি বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকরূপে মুসলিম বিশ্ব দিনটি বিশেষ আয়োজনে পালন করে ।

খালেদ / পোস্টকার্ড;