লকডাউন নারায়ণগঞ্জ

লকডাউন নারায়ণগঞ্জ

পোস্টকার্ড ডেস্ক ।।

লকডাউন করা হয়েছে নারায়ণগঞ্জ । প্রাথমিকভাবে জেলার সিটি করপোরেশন এলাকা, সদর ও বন্দর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাতে জেলা প্রশাসক জসিমউদ্দিনের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে জানানো হয়, ৬ এপ্রিল থেকে কেউ অতি জরুরি প্রয়োজন ছাড়া বাসা-বাড়ি থেকে বের হতে পারবে না। অহেতুক বাসা থেকে বের হওয়া ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের কঠোর অ্যাকশন চলবে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার জায়েদুল আলম বলেন, ‌‌‌'এখন থেকে আমরা জিরো টলারেন্স। কোনো এলাকা থেকে কেউ বের হবে না। নারায়ণগঞ্জে ইনপুট আউটপুট বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের ও ঢুকতে পারবে না। এখন নারায়ণগঞ্জ বেশ গুরুত্বপূর্ণ এ কারণে আমরা কঠোর অবস্থানে রয়েছি। সোমবার থেকে পিপিই প্রস্তুত করা ও বিদেশি অর্ডার ছাড়া বাকি সব গার্মেন্ট বন্ধ থাকবে। পরিস্থিতি ভালো না হওয়া পর্যন্ত আমরা কঠোর থাকবো।'

তিনি আরও জানান, ইতোমধ্যে আমাদের মাইকিং চলছে। অলিগলি বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের সেই নির্দেশনা দেয়া হয়েছে।

ইতোমধ্যে স্থানীয় প্রশাসন জেলার বিভিন্ন স্থানে মাইকিং শুরু করেছেন। জনসাধারণকে ঘরের বাইরে বের না হতে বলা হচ্ছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়।

প্রসঙ্গত, জেলাটিতে ইতোমধ্যে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন দুজন।