রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার কানাডায়!

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার কানাডায়!
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবার কানাডায়!

পোস্টকার্ড ডেস্ক ।।

কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর পরিবারের ১১ সদস্য । বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে পরিবারটি যাত্রা করেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। তবে এই বিষয়ে ক্যাম্প প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কেউ মুখ খুলতে নারাজ।

মুহিবুল্লাহর গড়া সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) সূত্রে জানা গেছে, জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন, ৯ ছেলে-মেয়ে, জামাতাসহ ১১ জনকে কানাডায় স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে- কানাডার সরকার তাদের শরণার্থীর মর্যাদা দেবে।

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে পুরো পরিবারের নিরাপত্তার জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুরো পরিবারকে উখিয়ার ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে দুর্বৃত্তদের গুলিতে মুহিবুল্লাহ (৪৮) নিহত হন। এ ঘটনায় তার পরিবার শুরু থেকে মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসাকে (আরাকান স্যালভেশন আর্মি) দায়ী করে আসছে। তাছাড়া পরিবারের দাবি, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের পক্ষে সক্রিয় থাকায় এবং শিবিরে জনপ্রিয় হয়ে ওঠার কারণে মুহিবুল্লাহকে হত্যা করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;