সীতাকুণ্ডের ভাটিয়ারী আনিস সুবেদার সড়ক দখল করে স্থাপনা নির্মাণ, ভোগান্তি চরমে

সীতাকুণ্ডের ভাটিয়ারী আনিস সুবেদার সড়ক দখল করে স্থাপনা নির্মাণ, ভোগান্তি চরমে

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের আনিস সুবেদার সড়কের বেহাল দশা । অব্যাহত দখলের কারণে সড়কের পরিধি কমে যাওয়ায় ও সর্বত্র ছোট, বড় খানা খন্দ সৃষ্টির হয়েছে  । স্থানীয় প্রভাবশালী মহল চলাচলের সরকারি এ সড়কের জায়গা ও ড্রেন দখল করে স্থাপনা নির্মাণ করেছে। এতে চলাচলের একমাত্র সড়কটি দখলের ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী,এলাকাবাসী ও স্কুল,কলেজের শিক্ষার্থীদের। এতে চরম জনভোগান্তির সৃষ্টি হলেও বিষয়টির প্রতিকারে এগিয়ে আসেনি জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান,বর্তমানে সড়কের উভয় পার্শ্বে বসবাসকারী প্রভাবশালী মহল সড়কের অধিকাংশ জায়গা ও ড্রেন দখল করে রেখেছে। আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এসব প্রভাবশালীরা ড্রেন ও সড়কটি সম্পূর্ণ দখল করে অবৈধভাবে ঘর নির্মাণ করায় বর্ষাকালে পানি চলাচল ব্যাহত হয়। যার ফলে একদিকে যেমন রাস্তার গুণগত মান নষ্ট হচ্ছে অন্যদিকে পানি জমে তা বসতবাড়ির ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দীর্ঘদিন ধরে চলমান বিরোধের কারণে কোন সংস্কার কাজ হচ্ছে না বলে জানিয়েছেন এলাকাবাসী। ভুক্তভোগীরা আরো বলেন, অনেক বছরের পুরনো সড়ক এভাবে দখলের ফলে চরম ভোগান্তিতে পড়েছে মাদামবিবিরহাট শাহ্‌জাহান উচ্চ বিদ্যালয়, মাদামবিবিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, মাদামবিবিরহাট শাহজাহান মাদ্রাসা, বিজয় স্মরণী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী ও এলাকার হাজার হাজার মানুষ।
ভাটিয়ারি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.সাহেদ আলম জানান,কাগজে কলমে রাস্তা থাকলেও বাস্তবে তার অস্তিত্ব নেই। কাগজে কলমে রয়েছে ৩০ফুট প্রশস্ত রাস্তা।বাস্তবে কোন জায়গায় রয়েছে ৫ ফুট,আবার কোন জায়গায় রয়েছে ৭ফুট। তিনি আরো বলেন, এত দিন ধরে তারা জোর পূর্বক ঐ জায়গা দখল করে রেখেছিল। তারা এলাকাবাসীর সামনে কথা দিয়েছে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে ফেলবে। রাস্তাটি উন্মুক্ত করে দিবে জনসাধারণের চলাচলের জন্য।
ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন বলেন,রাস্তার কারণে শিক্ষার্থীসহ নারী ও বয়স্ক মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি সমাধানের জন্য একাধিকবার বৈঠক হয়েছে। রাস্তা নির্ধারণ করে সীমানা পিলার দেয়া হয়েছে। তখন উভয় পক্ষ মেনে নিলেও বর্তমানে একটি পক্ষ তা মানছেনা। শিক্ষার্থী ও এলাকাবাসীর ভোগান্তি লাঘবে বিষয়টি সহসাই সমাধানের মাধ্যমে সড়কের সংস্কার কাজ শুরু করা হবে।