রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৪ আসামির আত্মসমর্পণ

পটুয়াখালী সংবাদদাতা ।।

রিফাত শরীফ হত্যা মামলার পলাতক ৪ আসামির আত্মসমর্পণ
২৬ জুন ২০১৯, বরগুনা শহরের কলেজ রোডে প্রকাশ্যে কোপানো হয় রিফাত শরীফকে। এতে তার মৃত্যু হয়। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রিফাত শরীফ হত্যা মামলার পলাতক চার আসামি আদালতে আত্মসমর্পণ করেছেন।

বরগুনায় আলোচিত এই হত্যাকান্ডের আসামীদের মধ্যে একজনকে বরগুনা কারাগারে এবং অপর তিনজনকে যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে।

আমাদের পটুয়াখালী সংবাদদাতা জানান, মোহাইমিনুল ইসলাম সিফাতসহ মামলার চার আসামি আজ (৬ অক্টোবর) সকালে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজুল ইসলাম গাজীর কাছে আত্মসমর্পণ করে জামিন চায়।

এসময় জামিন না মঞ্জুর করে সিফাতকে বরগুনা জেলা কারাগার এবং অপর তিন আসামির বয়স ১৮ বছরের কম হওয়ায় তাদের বরগুনার কিশোর আদালতের বিচারক হাফিজুর রহমানের কাছে প্রেরণের নির্দেশ দেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. সিরাজুল ইসলাম।

পরে বিচারক হাফিজুর রহমান ওই তিনজনকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আসামিদের আইনজীবী গোলাম মোস্তফা কাদের।