রড-সিমেন্ট এখন বিক্রি হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ দামে! 

রড-সিমেন্ট এখন বিক্রি হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ দামে! 
রড-সিমেন্ট এখন বিক্রি হচ্ছে ইতিহাসে সর্বোচ্চ দামে! 

পোস্টকার্ড নিউজ ।।

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে নির্মাণ খাতের প্রধান দুই উপাদান রড ও সিমেন্ট। এ খাতের ব্যবসায়ীদের মতে, কাঁচামালের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে উৎপাদনে। কারখানা চালাতে হিমশিম খাচ্ছেন অনেকে। অন্যদিকে, দাম বাড়ার কারণে বিক্রিও গেছে কমে । 

নির্মাণ খাতের সবচেয়ে ব্যয় বহুল পণ্য এমএস রড। চাহিদার প্রায় পুরোটা দেশে উৎপাদিত হলেও কাঁচামালের জন্য নির্ভর করতে হয় বাইরের দেশগুলোর ওপর। গেল কয়েক মাসে ডলারের অতিরিক্ত দাম এবং পরিবহন ব্যয়ের পাশাপাশি বেড়েছে কাঁচামালের দাম। যার স্পষ্ট প্রভাব পড়েছে খুচরা ও পাইকারিতে।

বাংলাদেশ স্টিল ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্যমতে, দেশে বছরে ৭৫ লাখ টন রডের চাহিদা থাকলেও উৎপাদন ক্ষমতা দেড়গুণের ওপরে। কিন্তু দাম বাড়ায় অনেকেই কমিয়েছে উৎপাদন। অন্যদিকে, ঊর্ধ্বমুখী কাঁচামাল বা স্ক্র্যাপের দামও।

সীমা অটোম্যাটিক রি-রোলিং মিলস এর পরিচালক পারভেজ উদ্দীন সান্টু জানান, ডলারের অতিরিক্ত দাম এবং পরিবহন ব্যয় বাড়ার কারণে প্রভাব পড়েছে খুচরা ও পাইকারিতে। তাছাড়া বেড়েছে কাঁচামালের দাম। 

বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবু যর গিফারি জুয়েল বলেন, আমাদের স্থানীয় বাজারে ডলারের উচ্চ দাম এবং শুল্কের কারণে রড-স্টিলের মূল্য বৃদ্ধি পাচ্ছে। আমরা চাইলেও তা কমাতে পারছি না।

খালেদ / পোস্টকার্ড ;