যুক্তরাষ্ট্র স্মারক ডাকচিহ্ন প্রকাশ করবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে

যুক্তরাষ্ট্র স্মারক ডাকচিহ্ন প্রকাশ করবে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে

পোস্টকার্ড ডেস্ক ।।

বঙ্গবন্ধু শেখ মুজবিুর রহমানরে জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্র ডাক বিভাগ (ইউএসপএিস) বঙ্গবন্ধুর ছবি সম্বলিত একটি বিশেষ সচিত্র ডাকচিহ্ন প্রকাশ করবে।

মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে বঙ্গবন্ধুর জন্মদিন ১৭ র্মাচ ২০২০ সকাল ১১টায় নিউয়র্কের জ্যাকসন হাইট্স পোস্ট অফিস থেকে এই স্মারক ডাকচিহ্ন  প্রকাশিত হবে। ২৬ র্মাচ প্রকাশিত হবে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের বিশেষ বুলেটিন এই স্মারক।

রোববার ঢাকায় প্রাপ্ত মুক্তধারা ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মার্কিন ডাক বিভাগের স্মারক ডাকটিকিট বিভাগ মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী বিশ্বজিত সাহার কাছে এক বার্তায় জানিইয়েছে, ১৭ র্মাচ থেকে ৩০-দিনের জন্য এই সচিত্র র্মাকনি ডাক বভিাগরে স্মারক ডাকটকিটি বভিাগ মুক্তধারা ফাউন্ডশেনরে প্রধান নর্বিাহী বশ্বিজতি সাহার কাছে এক র্বাতায় জানয়িছে, ১৭ র্মাচ থকেে ৩০-দনিরে জন্য এই সচত্রি ডাকচহ্নি সম্বলতি সীলমোহর ব্যবহারের সুযোগ থাকবে। শুধুমাত্র সুনিদ্রিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নউিইর্য়ক) এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে।

এর আগে ২০১৬ সালে মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মার্কিন ডাক বিভাগ যে স্মারক ডাকচিহ্ন ও র্ফাস্ট ডে দ্যা কভার প্রকাশ করে তা নিউয়র্কের বাংলাদেশি  অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে বিক্রির ব্যবস্থা করা হয়। মুক্তধারা ফাউন্ডেশনে জানিয়েছে, বাংলাদেশের জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে মার্কিন ডাক বিভাগের এই বিশেষ সচিত্র ডাকচিহ্ন  প্রকাশ উপলক্ষ্যে জ্যাকসন হাইটসের প্রধান ডাক অফিসে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়ছে। এতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও একাধিক মার্কিন নির্বাচিত গণপ্রতিনিধি উপস্থতি থাকবনে বলে আশ্বাস দিয়েছেন।

জাতির পিতার জন্মশতবার্ষিকীর লগ্নে আন্তর্জাতিক বলয়ে বঙ্গবন্ধুকে নানাভাবে শ্রদ্ধা জানাবার উদ্যোগরে একটি প্রয়াস বলে অভিহিত করেন এই স্মারক ডাকচিহ্ন এর  আবদেনকারী মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী বিশ্বজিত সাহা।

মুক্তধারা ফাউন্ডেশনের আবেদনে ২৫ সপ্টেম্বরে ১৯৭৪ বঙ্গবন্ধু যেদিন জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন সেদিনটিকে 'বাংলাদেশী ইমিগ্রেন্ট ডে' ঘোষণা করে নিউয়র্ক স্টেট সিনেট।

আসাচৌ সম্বলতি সীলমোহর ব্যবহাররে সুযোগ থাকবে। শুধুমাত্র সুনিদ্রিষ্ট ডাক অফিসে (জ্যাকসন হাইটস, নিউয়র্ক) এই সিলমোহর সম্বলিত ডাক টিকিট কেনার সুযোগ থাকবে।