লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী 

লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী 
লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী 

আন্তর্জাতিক ডেস্ক ।।

লিজ ট্রাস যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে । এর মাধ্যমে দেশটির ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন তিনি। সোমবার (৫ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে  নির্বাচনের এ ফলাফল ঘোষণা করা হয়েছে।

কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান স্যার গ্রাহাব ব্রাডি জানিয়েছেন, লিজ ট্রাস পেয়েছেন ৮১,৩২৬ ভোট। অন্যদিকে সুনাক পেয়েছেন ৬০,৩৯৯ ভোট। সব সদস্যের মধ্যে ৮২.৬ ভাগ তাদের ভোট দিয়েছেন। ট্রাস ৫৭.৪ %  এবং ঋষি সুনাক ৪২.৬%  ভোট পেয়েছেন।  নির্বাচিত চারটি কনজারভেটিভ পার্টির নেতাদের মধ্যে তিনিই একমাত্র যিনি ৬০% এর কম ভোট পেয়েছেন।

নির্বাচিত হওয়ার পর লিজ ট্রাস এক টুইট বার্তায় জানিয়েছেন, যুক্তরাজ্যের নেতা নির্বাচিত হয়ে আমি সম্মানিত বোধ করছি। আমার ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন তিনি। লিজ ট্রাস তার প্রতিদ্বন্দ্বী ঋষি সুনাককে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন এটি ছিল "কঠিন লড়াই"।

গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার ঘোষণা দেন। এরপর কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়ায় ছিলেন ঋষি সুনাক এবং লিজ ট্রাস। অবশেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। 

খালেদ / পোস্টকার্ড ;