মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সীতাকুণ্ড থেকে গ্রেফতার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সীতাকুণ্ড থেকে গ্রেফতার
ভমৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী সীতাকুণ্ড থেকে গ্রেফতার

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের ভুজপুর থানার আলোচিত ও চাঞ্চল্যকর সাবিনা খাতুন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রফিকুল ইসলাম রফিক (৩৫) কে সীতাকুণ্ড থেকে গ্রেফতার করেছে র‍্যাব -৭, চট্টগ্রাম।

শনিবার (৫ আগষ্ট) র‍্যাবের রাতে একটি আভিযানিক দল গোপন সংবাদের সূত্রে আসামী মোঃ রফিকুল ইসলাম রফিককে সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্স স্পিনিং লিমিটেড এলাকা থেকে গ্রেফতার করে।

র‍্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সালের ১৬ সেপ্টেম্বর রমজান মাসে স্ত্রী সাবিনা খাতুনের বাপের বাড়ি থেকে ইফতারী আইটেম কম দেওয়ার অভিযোগে আসামী রফিকুল ইসলাম রফিক মারধর করে এবং এরপর দিন ১৭ সেপ্টেম্বর ভোরবেলা স্ত্রী সাবিনা খাতুনকে বাড়ির পাশে খালপাড়ে ডেকে নিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে লাশ খালের পানিতে ফেলে দেয়। পরবর্তীতে ভিকটিমের ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার ভুজপুর থানার একটি মামলা দায়ের করেন, যার মামলা নং ০৮(০৯)০৯ ; ধারা- নারী ও শিশু নির্যাতন ও দমন আইন ২০০০ (সং/২০০৩) এর ১১(ক)। মামলা দায়েরের পর থেকে আসামী মোঃ রফিকুল ইসলাম রফিক গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আসামী রফিক এর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে পলাতক আসামী রফিককে মৃত্যুদন্ড এবং ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদন্ড প্রদান করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। রফিকুল ইসলাম রফিক ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার পশ্চিম লম্বা বিল গ্রামের আবুল খায়ের এর পুত্র।

খালেদ /পোস্টকার্ড ;