মা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ডে অভিযান , ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ

মা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ডে অভিযান , ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ
মা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ডে অভিযান , ইলিশ ও জেলিযুক্ত চিংড়ি জব্দ

পোস্টকার্ড নিউজ ।।

বিভিন্ন সংস্থা সীতাকুণ্ডে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে । এতে ১০১ কেজি ইলিশ, ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

শুক্রবার (৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী।

জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন মা ইলিশ সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এ উপলক্ষ্যে সাগরে ইলিশ শিকার নিষিদ্ধ করা হয়। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন স্থানে জেলেরা ইলিশ শিকার করছে মর্মে খবর পেয়ে শুক্রবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য বিভাগসহ বিভিন্ন সংস্থা।

সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার ও বিক্রি করায় শুক্রবার সকালে বাড়বকুণ্ড আড়ৎ থেকে ৬ কেজি ইলিশ মাছ ও সীতাকুণ্ড মৎস্য আড়ৎ থেকে প্রায় ২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়। এ কারণে আড়ৎ দুটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে ফকিরহাট বাজার হতে ৪০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়৷ কুমিরা নৌ-পুলিশ এর সহায়তায় ১৫ কেজি ইলিশ এবং ফৌজদার হাটে জেলে পাড়া থেকে ২০কেজি ইলিশ, কোস্টগার্ড কর্তৃক ২০ কেজি ইলিশ ও ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পৃথক পৃথক এসব অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, বাংলাদেশ কোস্ট গার্ড, কুমিরার কন্টিনজেন্ট কমান্ডার মো. নাসিরুল ইসলাম, কুমিরা নৌ-পুলিশের এস.আই চাঁন মিঞা।

পরে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহাদাত হোসেনের নির্দেশনায় জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা এবং গরীবদের মাঝে বিতরণ করে জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

খালেদ / পোস্টকার্ড ;