মা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ডে মতবিনিময় 

মা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ডে মতবিনিময় 
মা ইলিশ সংরক্ষণে সীতাকুণ্ডে মতবিনিময় 

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

মা ইলিশ সংরক্ষণে ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা বন্ধ রাখতে স্থানীয় জেলেদের সচেতন করার লক্ষে সীতাকুণ্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।

এ সময় সংসদ সদস্য দিদারুল আলম বলেন, ইলিশ উৎপাদনে এশিয়া মহাদেশ প্রথম আমরা। ইলিশ আমাদের শুধু জাতীয় সম্পদই নয়, এটি বিশ্ব পরিমন্ডলে আমাদের আলাদা পরিচয় বহন করে। একটা মা ইলিশ প্রতি মৌসুমে একবারে সর্বোচ্চ ১০ থেকে ২৩ লাখ ডিম পাড়ে। নিষিদ্ধকালীন সময়ে ইলিশ মাছ আহরণ থেকে বিরত থাকলে ইলিশের উৎপাদন দ্বিগুণ বৃদ্ধি পাবে।

মঙ্গলবার উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিন মা ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, নিষিদ্ধ উপলক্ষে জনসচেতনতা সভায় তিনি এসব কথা বলেন।

কুমিরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার কে.এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম আল মামুন, নৌপুলিশের এডিশনাল এসপি তানভীর আহম্মেদ, কুমিরা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদ হোসেন চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম, কোষ্ট-গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মো. ইসমাইল। বক্তব্য রাখেন উপেন্দ্র দাশ।

খালেদ / পোস্টকার্ড ;