ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত সীতাকুণ্ডে

ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত সীতাকুণ্ডে
ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত সীতাকুণ্ডে

সীতাকুণ্ড প্রতিনিধি ।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা প্রশাসন বাজার মনিটরিং এর মাধ্যমে সকল পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে, এবং নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত রেখেছে। গত মঙ্গলবার দুপুরে সীতাকুণ্ড উপজেলার দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী এ অভিযান পরিচালনা করেন।

এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী বলেন, পাইকারী মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ শিশুখাদ্য রাখা এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্রয় রশিদ না রাখাসহ মূল্য তালিকা প্রদর্শন না করে ব্যবসা পরিচালনা করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ শীতলপুর বগুলাবাজারে ফারুক ষ্টোরকে ২০ হাজার, ভাই ভাই ষ্টোরকে ৫ হাজার, বার আউলিয়া ষ্টোরকে ৫ হাজার, মাদামবিবিরহাট বিসমিল্লাহ্ ষ্টোরকে ৫ হাজার, মাদামবিবিরহাট জসিম ষ্টোরকে ৫ হাজার, ভাটিয়ারী সিদ্দিক ষ্টোরকে ৩ হাজার , সুমি ষ্টোরকে ৫ হাজার টাকাসহ মোট ৪৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উক্ত পাইকারি মুদির দোকান গুলোকে আগামী কালের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা প্রদান করা হয়।এ সময় সেনাবাহিনীর টহল দল ও পুলিশ প্রসাশন উপস্থিত ছিলেন। সীতাকুণ্ডে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।