আবরার ফাহাদ হত্যা : বুয়েট ছাত্রলীগের দায় স্বীকার কেন্দ্রের নিন্দা ও বিচার দাবি

ক্যাম্পাস ডেস্ক ।।

আবরার ফাহাদ হত্যা :  বুয়েট ছাত্রলীগের দায় স্বীকার কেন্দ্রের নিন্দা ও বিচার দাবি

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতাকর্মীদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন বিস্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউশ সানি। জড়িত যে-ই হোক না কেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানি বলেন, রাতে খবর পাওয়ার পরই আমি সেখানে যাই। কয়েকজন তাকে ওই রুমে ডেকে নিয়ে যায়। সেখানে মারধর করা হয়েছে বলে শুনেছি। যারা মারধরে জড়িত তারা সবাই ছাত্রলীগের পোস্টেড নেতা। তিনি আরও বলেন, ছাত্রলীগের পক্ষ থেকে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এমন একটি ঘটনায় ছাত্রলীগ কর্মীরা জড়িত থাকতে পারে, এটা খুবই ন্যক্কারজনক। এ ঘটনায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। এখানে ছাত্রলীগের ছেলে হিসেবে নয়, অপরাধী যে-ই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় আবরারের পরিবারের প্রতিও গভীর শোক প্রকাশ করেন তিনি। 

অন্যদিকে এ ঘটনা তদন্তে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারও দাবি করেছে। এমনকি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও এ হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে বিচার দাবি করেছেন।

ওবায়দুল কাদের বলেছেন, আবরার ফাহাদকে কারা কোন ‘আবেগ ও হুজুগে’ হত্যা করেছে, তাদের ‘অবশ্যই’ খুঁজে বের করা হবে। তিনি বলেন, আমি যতটুকু বুঝি এখানে ভিন্ন মতের জন্য একজন মানুষকে মেরে ফেলার কোনো অধিকার কারও নেই।