বাড়তে পারে করোনা, মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

বাড়তে পারে করোনা, মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
বাড়তে পারে করোনা, মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পোস্টকার্ড ডেস্ক ।। 

প্রাণঘাতী মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে উন্নত দেশগুলো হিমশিম খাচ্ছে। বাংলাদেশের মানুষকে এই তাণ্ডব থেকে রক্ষায় বারবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার (১১ অক্টোবর) সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।

তবে বর্তমানে করোনার ঝক্কি কিছুটা সামাল দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। তবে করোনার দ্বিতীয় আঘাত আসতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কারণ কঠিন পরিস্থিতি এলে যেন মানুষের পাশে দাঁড়াতে পারে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, এখনো করোনাভাইরাসের প্রভাব আছে। আশঙ্কা করা হচ্ছে আরেকবার করোনাভাইরাসের প্রভাব বা প্রাদুর্ভাব দেখা দিতে পারে। ইউরোপের বিভিন্ন দেশে আবার দেখা দিচ্ছে। এখন থেকেই আমাদের সবাইকে সুরক্ষিত থাকতে হবে। সেই সঙ্গে আমাদের খাদ্য উৎপাদন অব্যাহত রাখতে হবে।

সেনাবাহিনীর ১০টি ইউনিট ও প্রতিষ্ঠানকে জাতীয় পতাকা হস্তান্তর অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, অর্থ খরচের ব্যাপারে সবাইকে একটু সচেতন থাকতে হবে। কারণ করোনাভাইরাস আবার যদি ব্যাপক হারে দেখা দেয়, তাহলে প্রচুর অর্থের প্রয়োজন হবে। মানুষকে আবার অর্থ সহায়তা দিতে হবে, তাদের চিকিৎসা করাতে হবে। সেদিকে লক্ষ্য রেখে আমাদের মিতব্যয়ী হতে হবে। ঠিক যতটুকু আমাদের নেহাত প্রয়োজন, তার বেশি পয়সা এখন খরচ করা চলবে না। ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সেটা করতে হবে যদিও আমরা বাজেট ঠিক রেখেছি।