বীরমুক্তিযোদ্ধা নূর আহমেদ এর ৪র্থ মৃত্যবার্ষিকী আজ, শ্রদ্ধাসহ স্মরণ

বীরমুক্তিযোদ্ধা নূর আহমেদ এর ৪র্থ মৃত্যবার্ষিকী আজ, শ্রদ্ধাসহ স্মরণ
বীরমুক্তিযোদ্ধা নূর আহমেদ এর ৪র্থ মৃত্যবার্ষিকী আজ, শ্রদ্ধাসহ স্মরণ

পোস্টকার্ড নিউজ ।।

আজ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের আমৃত্যূ শ্রম সম্পাদক, বাড়বকুণ্ড কুমিরা ফৌজদারহাট শিল্পাঞ্চল জাতীয় শ্রমিকলীগের আমৃত্যূ সভাপতি, বীরমুক্তিযোদ্ধা নূর আহমেদ এর ৪র্থ মৃত্যূবার্ষিকী ।

মৃত্যূবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধান্জলী, দোয়া মুনাজাত, আলোচনা সভা ও জেয়ারত করেছে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগ, জাতীয় শ্রমিক লীগ, মুরাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দ।

সোমবার ( ৫ ডিসেম্বর ) মরহুম নূর আহমেদ এর ছোট ভাই ভোরের কাগজের সীতাকুণ্ড প্রতিনিধি ও সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক মুহাম্মদ ইউসুফ খাঁনের সঞ্চানালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক এ জে এম মহসীন জাহাঙ্গীর, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম (চেয়ারম্যান) সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া, সীতাকুণ্ড উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রতন মিত্র, সদস্য আবুল কালাম আজাদ ভূঁইয়া, সদস্য, মাইমুন উদ্দীন মামুন কমিশনার, সীতাকুণ্ড উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহবুব আলম, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক সাহাবুদ্দীন, সৈয়দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, মুরাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক নোয়ামিয়া, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসলাম, সাধারণ সম্পাদক নুরুল আমীন শফি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন নেতা মজিবুর রহমান, জুবায়ের চৌধুরী, মো. হারুন, সপু কুমার দাশ, বেলাল হোসেন, আবুল হাসেম সওদাগর, সীতাকুণ্ড রিপোর্টার্স ক্লাবের সদস্য সচিব সাংবাদিক মেজবাহ উদ্দীন চৌধুরী মিঠু , সাংবাদিক মহিউদ্দিন প্রমুখ।

এ সময় আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া বলেন, সীতাকুণ্ডের শ্রমিক জনতার সকল আন্দোলনে লিজেন্ড শ্রমিক জননেতা বীরমুক্তিযোদ্ধা কমান্ডার নূর আহমেদ এর নাম স্বর্নাক্ষরে লিখা থাকবে। সীতাকুণ্ডের কৃষক শ্রমিক মেহনতি জনতার অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি। এমন একজন মহৎ নেতাকে আমরা গত ৪বছর সাংগঠনিকভাবে সম্মান জানাতে পারিনি। আমি আশাবাদী ৫ম মৃত্যূবার্ষিকী আমরা বৃহত্তর পরিসরে উনার কর্মময় জীবনের উপর স্মরনসভা করবো ইনশাআল্লাহ।

শ্রদ্ধান্জলী, দোয়া মুনাজাত, আলোচনা সভা শেষে উপস্হিতিদের মাঝে তবারুক বিতরণ করা হয়।

খালেদ / পোস্টকার্ড;