এবার আমেরিকায় 'বার্থ ট্যুরিজম' ঠেকাতে অন্তঃসত্ত্বা মহিলার প্রবেশ নিষেধ!

এবার আমেরিকায় 'বার্থ ট্যুরিজম' ঠেকাতে অন্তঃসত্ত্বা মহিলার প্রবেশ নিষেধ!
বার আমেরিকায় 'বার্থ ট্যুরিজম' ঠেকাতে অন্তঃসত্ত্বা মহিলার প্রবেশ নিষেধ!

আন্তর্জাতিক ডেস্ক ।।

নাগরিকত্ব আইন অনুযায়ী, আমেরিকার মাটিতে জন্মানো প্রত্যেকেই মার্কিন নাগরিক। সেই কারণে অনেকেই রীতিমত পরিকল্পনা করে আমেরিকায় এসে সেখানে সন্তানের জন্ম দেয় বলে দাবি মার্কিন প্রশাসনের।

আমেরিকায় অভিবাসন ঠেকাতে আরও তত্‍পর হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণেই এবার 'বার্থ ট্যুরিজম'-এর ওপর খড়গহস্ত হয়ে উঠেছে ট্রাম্প প্রশাসন। বিদেশি গর্ভবতী মহিলাদের আমেরিকার ভিসা দেওয়ার বিষয়টি নিয়ে শুরু হয়েছে কড়াকড়ি।

আমেরিকার নাগরিকত্ব আইন অনুযায়ী, সে দেশের মাটিতে জন্মানো প্রত্যেকেই মার্কিন নাগরিক। সেই কারণে অনেকেই রীতিমত পরিকল্পনা করে আমেরিকায় এসে সেখানে সন্তানের জন্ম দেয় বলে দাবি মার্কিন প্রশাসনের। এমনকি এর পেছনে বড় চক্রও কাজ করে। আমেরিকায় সন্তানের জন্ম দিতে এই চক্রকে ১০০,০০০ ডলার দিতে হয় বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন অভিবাসন দফতরের রিপোর্ট অনুযায়ী, ২০১৬ থেকে ২০১৭-র মধ্যে 'বার্থ ট্যুরিজম'-এর কারণে সে দেশে ৩৩,০০০ শিশুর জন্ম হয়েছে।

তবে 'বার্থ ট্যুরিজম' ঠেকাতে ভিসার জন্য আবেদন করা মহিলাদের প্রেগন্যান্সি টেস্ট করানোর কথা এখনও পর্যন্ত বলা হয়নি। আমেরিকার সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।