বঙ্গবন্ধু'র জন্মশতবর্ষ উপলক্ষে সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে ৫০০ খতমে কোরআন আয়োজন

বঙ্গবন্ধু'র জন্মশতবর্ষ উপলক্ষে সাবেক মেয়র মনজুর আলমের উদ্যোগে ৫০০ খতমে কোরআন আয়োজন
বঙ্গবন্ধু ও বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম

নিজস্ব প্রতিবেদক ।।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বেগম ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ৫০০ খতমে কোরআনের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ চত্বরে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু পরিবারের কল্যাণ কামনায় ১৯টি হাফেজিয়া মাদ্রাসায় ১০০ আলেম ও ১ হাজার হাফেজ দ্বারা ৫০০ খতমে কোরআন, খতমে বোখারি, খতমে দোয়া ইউনুছ, মজমুয়ায়ে সালাতে রাসুল, মিলাদ ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলম।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের শ্রেষ্ঠ সন্তান। ১৯২০ সালের ১৭ মার্চ অর্থাৎ এই দিনে এই মহানায়কের জন্ম হয়েছিলো। বঙ্গবন্ধুর জন্ম হয়েছিলো বলে আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি দেশের নাম স্থান পেয়েছে। আমরা আজ বঙ্গবন্ধুকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। সবাইকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও বঙ্গবন্ধু সম্পর্কে এবং তাঁর অবদান সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ কাজী মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক মো. আবু ছগির, কাজী মাহাবুবুর রহমান, আকবর শাহ থানা আওয়ামী লীগের সভাপতি সুলতান আহাম্মদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মো. ইব্রাহিম প্রমুখ।