বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল করোনামুক্ত হলেন

বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল করোনামুক্ত হলেন
বিআইটিআইডি ল্যাব প্রধান ডা. শাকিল করোনামুক্ত হলেন

পোস্টকার্ড ডেস্ক ।।

করোনামুক্ত হয়েছেন বিআইটিআইডি ল্যাবের প্রধান অধ্যাপক ডা. শাকিল আহমেদ । শুক্রবার (৫ জুন) রাতে বিআইটিআইডি ল্যাবের রিপোর্টে তার করোনা টেস্টের ফলাফল নেগেটিভ আসে বলে জানিয়েছেন তিনি।

এ বিষয়ে অধ্যাপক ডা. শাকিল আহমেদ বলেন, আমি মোটামুটি সুস্থ আছি। আক্রান্ত হওয়ার পর গতকাল করোনা টেস্ট করা হয়। এতে ফলাফল নেগেটিভ আসে। আরও কয়েকদিন পর দ্বিতীয়বার করোনা টেস্ট করাবো।

গত ১১ দিন কী ধরনের চিকিৎসা নিয়েছেন— এই প্রশ্নের জবাবে ডা. শাকিল আহমেদ বলেন, ‘এই রোগের তো কোন চিকিৎসা নেই। উপসর্গ থাকলে সেসব উপসর্গ অনুযায়ী চিকিৎসা নিতে হয়। আমার কোন উপসর্গ ছিল না। আমি বাসাতেই ছিলাম। আর গরম পানিতে গার্গল করেছি, ভাপ নিয়েছি— এর বাইরে আর কিছুই না।’

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল করোনায় আক্রান্ত হন ডা. শাকিল আহমেদ। এরপর ১৪ দিনের জন্য বাসায় আইসোলেশনে চলে যান তিনি। পরে তার অবর্তমানে ল্যাবের দায়িত্ব পালন করেন রাঙামাটি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাকির হোসেন।