করোনায় দেশে আক্রান্ত ৪ হাজার ছাড়ালো, মৃত্যু আরও ৭ জনের

করোনায় দেশে আক্রান্ত ৪ হাজার ছাড়ালো, মৃত্যু আরও ৭ জনের

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১২৭ জনে দাঁড়ালো। এছাড়া নতুন ৪১৪ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ৪ হাজার ১৮৬ জনের শরীরে শনাক্ত হলো প্রাণঘাতি এই ভাইরাস।

বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ সব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৬ জন। এ নিয়ে মোট ১০৮ জন করোনাভাইরাস থেকে আরোগ্য লাভ করলেন।

তিনি উল্লেখ করেন, করোনাভাইরাস চিকিৎসায় ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল প্রস্তুত করার তথ্য সঠিক নয়। এ ধরনের কোনো পরিকল্পনা সরকারের নেই।

করোনাভাইরাস মোকাবেলায় নতুন করে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে ব্রিফিংয়ে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস পরীক্ষার জন্য সারা দেশ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৯২১টি। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৪১৬টি। এ পর্যন্ত মোট ৩৬ হাজার ৯০টি নমুনা পরীক্ষা করা হলো।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৭ জনের সবাই ঢাকার বাসিন্দা। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ২ জন নারী।

নতুন মারা যাওয়া ৭ জনের বয়সসীমা:

    ৪১ থেকে ৫০ বছর বয়সী: ১ জন।
    ৫১ থেকে ৬০ বছর বয়সী: ২ জন।
    ৬০-এর বেশি বয়সী: ৪ জন।

অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ৬ জন। এক মাসের ব্যবধানে আক্রান্তের সংখ্যা এত বেড়ে যাওয়ায় তিনি সবাইকে করোনাভাইরাস সংক্রান্ত পরামর্শ মেনে চলার আহ্বান জানান।

দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮ জেলাতেই করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এক নজরে দেশের করোনাচিত্র:

    আক্রান্ত হয়েছেন:  ৪ হাজার ১৮৬ জন।
    সুস্থ হয়ে উঠেছেন: ১০৮ জন।
    মারা গেছেন: ১২৭ জন।
    আইসোলেশনে রয়েছেন: ৯৯৫ জন।
    আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন: ৬২২ জন।
    প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে মোট ছিলেন: ৭ হাজার ৮২৭ জন।
    প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বর্তমানে রয়েছেন: ৬ হাজার ৩৭৫ জন।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd)  চালু করেছে।

এদিকে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা ২০ মিনিট পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ২৬ লাখ ৪৬ হাজার ২৪৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে প্রায় ৭ লাখ ২৩ হাজার ৬৯২ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ১ লাখ ৮৪ হাজার ৩৫২ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:

    যুক্তরাষ্ট্র: ৪৭ হাজার ৬৮১ জন।
    ইতালি: ২৫ হাজার ৮৫ জন।
    স্পেন: ২১ হাজার ৭১৭ জন।
    ফ্রান্স: ২১ হাজার ৩৪০ জন।
    যুক্তরাজ্য: ১৮ হাজার ১০০ জন।
    বেলজিয়াম: ৬ হাজার ২৬২ জন।
    ইরান: ৫ হাজার ৩৯১ জন।
    জার্মানি: ৫ হাজার ৩১৫ জন।
    চীন: ৪ হাজার ৬৩২ জন।
    নেদারল্যান্ডস: ৪ হাজার ৫৪ জন।