প্রস্তুত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি -প্রতিটি উপজেলা সমান গুরুত্ব , পূর্ণাঙ্গ কমিটিতে আসছে একঝাঁক তরুণ

প্রস্তুত চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি -প্রতিটি উপজেলা সমান গুরুত্ব , পূর্ণাঙ্গ কমিটিতে আসছে একঝাঁক তরুণ

ইফতেখারুল ইসলাম ।।

প্রস্তুত করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি । কয়েকদিনের মধ্যেই কেন্দ্রীয় অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হতে পারে। কমিটিতে একঝাঁক তরুণ মুখ রয়েছে বলে জানা গেছে। যাদের মধ্যে বেশ কয়েকজন প্রকৌশলী ও আইনজীবী রয়েছেন।

জানতে চাইলে উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালাম বলেন, খসড়া কমিটি করা হয়েছে। সবার সাথে সমন্বয় করার জন্য আলোচনা চলছে। চূড়ান্ত করে শীঘ্রই ঘোষণা করা হবে পূর্ণাঙ্গ কমিটি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমানও একই বক্তব্য দেন। তবে তাদের কেউ কমিটিতে স্থানপ্রাপ্তদের নাম প্রকাশ করতে রাজি হননি।

নির্ভরযোগ্য সূত্র জানায়, ৭৫ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির জন্য খসড়া তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় নাম তোলা এবং বাদ দেয়ার জন্য চলছে নানা চেষ্টা তদবির। নতুন কয়েকজন সহ-সভাপতি এবং যুগ্ম সম্পাদকের পদাবনতি হয়ে সদস্য হয়ে যেতে পারেন। কেউ কেউ বাদও পড়তে পারেন। এছাড়া প্রতিটি উপজেলাকে সমান গুরুত্ব দিয়ে জেলা কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটি গঠনের ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ যথেষ্ট তত্ত্বাবধান করেছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফটিকছড়ি থেকে এটিএম পেয়ারুল ইসলাম এবং সংরক্ষিত মহিলা আসনের সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি আলাদা তালিকা দিয়েছেন। তবে নতুন কমিটিতে দুইজনেরই পদোন্নতি হচ্ছে। পেয়ারুল ইসলাম সহ-সভাপতি এবং খাদিজাতুল আনোয়ার সনি সাংগঠনিক সম্পাদক হচ্ছেন বলে জানা গেছে। এদিকে ফটিকছড়ির প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের ছোট ভাই ফখরুল আনোয়ারের নাম খসড়া তালিকায় থাকলেও একটি পক্ষ তাতে চরম বিরোধিতা করেছে। সীতাকুণ্ডের বিবদমান তিনটি গ্রুপ আলাদা তালিকা দিয়েছে।

বর্তমান সাংসদ দিদারুল আলম, উপজেলা চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাকের ভূঁইয়া নিজ নিজ অনুসারীদের জন্য আলাদাভাবে তদবির করেছেন। তবে জেলা কমিটি তিনটি গ্রুপকে সমন্বয় করার চেষ্টা করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়- কমিটিতে রাঙ্গুনিয়া থেকে ১২ জন, ফটিকছড়ি থেকে ১৩ জন, হাটহাজারী থেকে ১১ জন, মীরসরাই থেকে ১১ জন, সীতাকুন্ড থেকে ৯ জন, রাউজান থেকে ১১ জন, সন্দ্বীপ থেকে ৮ জন স্থান পাচ্ছেন বলে জানা গেছে।

কমিটিতে নতুন মুখ হিসেবে আসতে পারেন ফটিকছড়ির সন্তান ব্যারিস্টার তানজীব উল আলম, উত্তর জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি নুরুল আলম চৌধুরীর পুত্র সাকিব চৌধুরী, প্রয়াত আওয়ামী লীগ নেতা ড. মাহমুদ হাসানের পুত্র আকতার মাহমুদ পারভেজ। আব্দুল্লাহ আল হারুনের পরিবার থেকেও একজন আসতে পারেন।

কমিটিতে সহ-সভাপতির ১১টি পদে রাখা হতে পারে অধ্যাপক মাঈন উদ্দিন (হাটহাজারী), এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী (সীতাকুন্ড), এ টি এম পেয়ারুল ইসলাম (ফটিকছড়ি), আবুল কাশেম চিশতি (রাঙ্গুনিয়া), স্বজন কুমার তালুকদার (রাঙ্গুনিয়া), মহিউদ্দিন রাশেদ (মীরসরাই), আবুল কালাম আজাদ (রাউজান), নুরুল আলম কোম্পানি (সীতাকুণ্ড), ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন (ফটিকছড়ি), রফিকুল ইসলাম (সন্দ্বীপ) অথবা সাংসদ মাহফুজুর রহমান মিতা (সন্দ্বীপ)। এছাড়া কাইয়ুম নিজামী (মীরসরাই), এহসানুল হায়দর চৌধুরী বাবুলের নামও সহসভাপতি পদে আলোচনায় আছে বলে জানা গেছে।

সুত্র. দৈনিক পূর্বকোণ ।