ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাঁশ ও ইট ফেলে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাঁশ ও ইট ফেলে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বাঁশ ও ইট ফেলে ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ

সীতাকুণ্ড প্রতিনিধি।।

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা হরতাল ও অবরোধের সমর্থনে সীতাকুণ্ড উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা মহাসড়কে বাঁশ ও ইট ফেলে পিকেটিং এবং বিক্ষোভ করেছে।

আজ রবিবার ( ৫ নভেম্বর ) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় পিকেটিং ও বিক্ষোভ প্রদর্শনের কারনে মহাসড়কের উভয়পাশে যানচলাচল কিছু সময় বন্ধ থাকে এবং সড়কে যানজট সৃষ্টি হয় ।

এ সময় আইনশৃঙ্খলা বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে আসলে অবরোধকারীরা পালিয়ে যায় এবং যান চলাচল সচল হয়। তাছাড়া ভোররাতে একটি মিছিল বের করে যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। যদিও খুব অল্প সময় পর স্থান ত্যাগ করে ।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, মহাসড়কে বাঁশ ফেলে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচির কথা শুনেছি, এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছে, তারা সড়ক-মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি জননিরাপত্তায় মহাসড়কে অবস্থানে আছে বলে জানান তিনি ।

খালেদ / পোস্টকার্ড ;