প্রবল শীত উপেক্ষা করে নেতাকর্মীদের ভীড় সোহরাওয়ার্দীতে

প্রবল শীত উপেক্ষা করে নেতাকর্মীদের ভীড় সোহরাওয়ার্দীতে

পোস্টকার্ড প্রতিবেদক ।।
বাংলাদেশ আওয়ালীগের ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের ঢল এখন সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। বেলা ১১টা থেকে দীর্ঘ লাইনে দা‌ঁড়িয়ে নেতাকর্মীরা উদ্যানের সমাবেশস্থলে প্রবেশ করতে থাকেন। নেতাকর্মীদের প্রবেশের জন্য মোট ৫টি গেটের মধ্যে ভিভিআইপি ছাড়া ৪টি গেটই খুলে দেয়া হয়েছে।
 
আওয়ামী লীগের দুই দিনব্যাপী ২১তম জাতীয় সম্মেলনকে সফল এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। এছাড়া যেকোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা কার্যক্রমের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে নিরাপত্তা ও তল্লাশি চৌকি।

দুই দিনব্যাপী এই সম্মেলন বিকাল ৩টায় আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে সম্মেলনের মূলপর্ব শুরু হবে দুপুর দেড়টায়। এর আগেই সম্মেলন স্থলে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী।

সম্মেলনস্থলসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইউনিফর্ম ও সাদা পোশাকে টহল ও নিরাপত্তা তল্লাশি জোরদার করেছে। মেটাল ডিটেক্টর মেশিনে তল্লাশি শেষে নেতাকর্মীদের উদ্যানে প্রবেশ করতে দিচ্ছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সম্মেলনের মঞ্চ ও প্যান্ডেল করা হয়েছে পদ্মাসেতুর আদলে। এ পর্যন্ত আওয়ামী লীগের যতগুলো সম্মেলন হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় প্যান্ডেল এটি। মঞ্চের উচ্চতা দেওয়া হয়েছে ২৮ ফুট। দৈর্ঘ্য ১৫০ ফুট।

পেছনের ব্যানার ছাড়া সম্পূর্ণ ডিজিটাল মঞ্চ করা হয়েছে। ডিজিটাল ডিসপ্লেতে পদ্মার প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠবে। ইতোমধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ, রাজধানীর বিভিন্ন পয়েন্ট, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ও দলের সভাপতির ধানমন্ডির কার্যালয়ে সাজসজ্জা করা হয়েছে। সম্মেলনে সারাদেশ থেকে সাড়ে ৭ হাজার কাউন্সিলর এবং ১৫ হাজার ডেলিগেটসহ ৫০ হাজার নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথি অংশ নেবেন।