প্রধানমন্ত্রীকে জাতির জনকের সোনায় মোড়ানো ছবি উপহার দিলেন সৌরভ গাঙ্গুলী

প্রধানমন্ত্রীকে জাতির জনকের সোনায় মোড়ানো ছবি  উপহার দিলেন সৌরভ গাঙ্গুলী

পোস্টকার্ড ডেস্ক ।।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক দিবারাত্রির টেস্ট ম্যাচে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছিলেন । ইডেনে দিবারাত্রির ঐতিহাসিক টেস্টের অংশ হওয়ায় তাকে ধন্যবাদ জানান ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী।

শেখ হাসিনাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি সোনায় মোড়ানো ছবিও উপহার দেন তিনি। শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষে সৌরভ বলেন, ‘অনেক, অনেক, অনেক ধন্যবাদ। এক কথায় তিনি এসেছেন। অনেক ধন্যবাদ। আমরা উনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) উনার বাবার ছবি দিয়েছি; সোনায় মোড়ানো।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন সৌরভ। সংবামাধ্যমকে সৌরভ বলেন, ‘আমার সঙ্গে অনেক দিনই উনার সম্পর্ক বজায় ছিল।

২০০০ সালে যখন ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ হয়, তখন উনি প্রধানমন্ত্রী হন (আগে থেকেই ছিলেন), তখন থেকেই উনার সঙ্গে আমার সম্পর্ক। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে ঘিরে তো অনেক বড় উৎসব হচ্ছে। তোমরা দুটি ম্যাচও খেলবে, বিশ্ব একাদশের বিপক্ষে। আমি যাবো, আমি যাবো।