পাঁচ পুলিশসহ চট্টগ্রামে করোনা শনাক্ত ৬৮

পাঁচ পুলিশসহ  চট্টগ্রামে করোনা শনাক্ত ৬৮

নিজস্ব প্রতিবেদক।।

আরও ৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন চট্টগ্রামে।আক্রান্তদের মধ্যে এক চিকিৎসক ও ৫ পুলিশ সদস্য রয়েছেন। এর মধ্যে ৫৮ জন চট্টগ্রাম মহানগর ও ১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের তিনটি ল্যাবে মোট ৪৮৩টি নমুনা পরীক্ষা করে মোট ৮৫ জন করোনা পজিটিভ রোগী পাওয়া গেছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার ৬৮ জন ও বিভিন্ন জেলার ১৭ জন রোগী রয়েছেন।

চট্টগ্রামের ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে ২৫৫টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ২৫টি। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ১৩, আনোয়ারা ও সীতাকুণ্ড উপজেলায় দুজন করে রোগী শনাক্ত হয়েছে। ভিন্ন জেলায় মিলেছে আরো ৮ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১০৯টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ৪৭টি। এর মধ্যে চট্টগ্রাম মহানগরে ৪৫ জন এবং সীতাকুণ্ড ও বোয়ালখালীতে একজন করে রোগী পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০০টি নমুনা পরীক্ষা করে পজিটিভ পাওয়া গেছে ১৩টি। এর মধ্যে হাটহাজারী উপজেলায় তিনজন এবং চন্দনাইশে একজন রোগী শনাক্ত হয়েছে। ভিন্ন জেলায় মিলেছে ৯ জন।

এছাড়া কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২১ জনের নমুনা পরীক্ষা করে কারো মধ্যে করোনা শনাক্ত হয়নি।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ১১টা নাগাদ চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নগরে শনাক্ত হওয়া ৫৮ জনের মধ্যে দামপাড়া পুলিশ লাইনের ৫ জন পুলিশ সদস্য আছেন। যাদের বয়স যথাক্রমে ৩৫, ২৩, ৩৫, ৩২, ৩৯ বছর, যাদের সকলেই পুরুষ। এছাড়া দেওয়ানহাট মোড়ে ৪৩ বছর বয়সী এক পুরুষ, হালিশহরে ৪৮ বছর বয়সী এক পুরুষ ও ৫৫ বছর বয়সী এক নারী, বিআইটিয়াইডির ফ্লু কর্নারে ২৮ বছর বয়সী এক পুরুষ, অলংকার মোড় এলাকার ৪২ বছর বয়সী এক পুরুষ, আগ্রাবাদের হাজীপাড়ায় ২৯ বছর বয়সী এক পুরুষ এবং মা ও শিশু হাসপাতালে ২০ বছর বয়সী এক তরুণ, ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ১৭ বছরের এক কিশোর।

অন্যদিকে উপজেলাগুলোতে আক্রান্ত ১০ জনের মধ্যে আনোয়ার উপজেলার হাজীগাঁও এলাকায় ৬০ বছর বয়সী একজন ও বুরুমছড়া এলাকায় ৫০ বছর বয়সী একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের দুজনই পুরুষ।

সীতাকুন্ড উপজেলায় ২৩ বছর বয়সী এক তরুণী ও ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ২২ বছর বয়সী এক তরুণ ছাড়াও চমেকের ল্যাবে আরও একজন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন। যার বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি। এছাড়া হাটহাজারী উপজেলায় ৩ জন, চন্দনাইশ উপজেলায় ১ জন ও বোয়ালখালী উপজেলায় একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন গত ২৪ ঘন্টায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে শনাক্ত হওয়া নগরের ৪৫ জনের বিষয়ে এই রিপোর্ট লেখা পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

নতুন করে শনাক্ত হওয়া এই ৬৮ জন সহ চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা পজেটিভ শনাক্ত হওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪১ জনে। এর মধ্যে মহানগরের ৪৬১ জন ও উপজেলাগুলোতে ১৮০ জন রোগী শনাক্ত হয়েছেন এখন পর্যন্ত।