নির্বাচনের পরিবেশ অতীতের তুলনায় ভালো : তথ্যমন্ত্রী

নির্বাচনের পরিবেশ অতীতের তুলনায় ভালো : তথ্যমন্ত্রী
নির্বাচনের পরিবেশ অতীতের তুলনায় ভালো : তথ্যমন্ত্রী

পোস্টকার্ড ডেস্ক।।

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দাবি করছেন ঢাকার সিটি করপোরেশন নির্বাচন ২০২০ এর পরিবেশ অতীতের যে কোনো সময়ের তুলনায় ভালো ।

শনিবার দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ একথা বলেন।

নির্বাচনের প্রচারণা থেকে শুরু করে এখন পর্যন্ত কিছু ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, সার্বিক বিবেচনায় ঢাকা শহর পৃথিবীর বড় শহর, এখানে ৫৪ লাখ ভোটার। এই শহরে নির্বাচনী আমেজ ছিল প্রচারণার সময় থেকেই। এখন পর্যন্ত মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করছে। আমি মনে করি, অতীতের যে কোনো সময়ের তুলনায় নির্বাচনী পরিবেশ ভালো। আমরা যদি কলকাতা সিটি করপোরেশনের নির্বাচনের দিকে তাকাই এবং ভারতের অন্যান্য স্থানীয় নির্বাচনের দিকে তাকাই, সেই বিচারে ঢাকার সিটি করপোরেশনের নির্বাচন অনেক সুন্দর পরিবেশে হচ্ছে।

সকাল ৮টা থেকে ঢাকার দুই সিটি করপোরেশনে (ডিএনসিসি-ডিএসসিসি) ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ফলাফল ঘোষণা করা হবে।