নির্বাচন নভেম্বর থেকেই - প্রথমে পৌরসভা, দ্বিতীয় ধাপে ইউপি এর মাঝে চসিক নির্বাচনেরও সম্ভাবনা

নির্বাচন নভেম্বর থেকেই - প্রথমে পৌরসভা, দ্বিতীয় ধাপে ইউপি এর মাঝে চসিক নির্বাচনেরও সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদন ।।

ধারাবাহিকভাবে আগামী নভেম্বর মাস থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। চলবে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত। চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নভেম্বরে প্রথমে শুরু হবে পৌরসভা নির্বাচন। এরপর স্থানীয় সরকারের সবচেয়ে বড় নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। এরপর শুরু হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও উপজেলা নির্বাচন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম জানান, আগামী নভেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে। প্রথমে পৌরসভার সিডিউল (তফসিল) ঘোষণা হবে। এরপর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দীর্ঘদিন ধরে নানান জটিলতায় যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে না, সেগুলো আগে হবে। পর্যায়ক্রমে একের পর এক স্থানীয় সরকার নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনও এর মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে ১৫টি পৌরসভা ও ১৯০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। সীমানা নিয়ে বিরোধের কারণে মামলা থাকায় ১৯০ ইউনিয়নের মধ্যে বেশ কয়েকটিতে নির্বাচন হয়নি। এছাড়া নির্বাচন না হওয়ায় নবগঠিত দোহাজারী পৌরসভায় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

সীতাকুণ্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম জানান, নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম তফসিল হবে পৌরসভার। এরপর ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। গতবার ইউনিয়ন পরিষদের নির্বাচন পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়েছিল। এবারও পর্যায়ক্রমে হবে।

এদিকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে সম্ভাব্য প্রার্থীরা এলাকায় নেমে গেছেন অনেক আগেই। পৌরসভার সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থী এবং ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা স্ব স্ব এলাকার সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নেতাদের কাছে আগে থেকেই তদ্বির শুরু করেছেন। গত দুই ঈদে পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে এলাকা।

চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের কর্মকর্তা প্রিয়রঞ্জন বড়ুয়া জানান, ২০২০ সালের নভেম্বর-ডিসেম্বর মাস হবে নির্বাচনী উৎসবের মাস। নভেম্বরে ধারাবাহিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু হবে। চলবে জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত।