নতুন করে চট্টগ্রামে শনাক্ত ২২২ জন , মোট আক্রান্ত ৪৮১৫ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু

নতুন করে  চট্টগ্রামে শনাক্ত ২২২ জন , মোট আক্রান্ত ৪৮১৫ - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইম্পেরিয়াল ল্যাবে পরীক্ষা কার্যক্রম শুরু
নতুন শনাক্ত ২০৭ জন চট্টগ্রামে, মোট আক্রান্ত ৪৫৯৩ জন

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে আরো ২২২ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্ত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৮১৫ জন।

এই সময়ে করোনায় মারাও গেছেন ৫ জন। শুক্রবার (১২ জুন) ৫টি ল্যাবে ৮৭৪টি নমুনা পরীক্ষায় এই ফলাফল পাওয়ার কথা জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। ফলে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ হাজার ৮১৫ জনে। সেই সাথে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ১১১।

নতুন আক্রান্ত ২২২ জনের মধ্যে ১৬২ জন চট্টগ্রাম নগর এলাকার এবং ৬০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

সবচেয়ে বেশি নমুনা পরীক্ষা হয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ল্যাবে। সেখানে ৪৪৮টি নমুনা পরীক্ষায় পজিটিভ ১৩৭ জন। যার মধ্যে ১২৯ জন নগরের ও বাকি ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেলের রিপোর্টটি গত দুদিনের। তারা গত বৃহস্পতিবার করোনা পরীক্ষার ফলাফল দেননি।

একই দিনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২২৫টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ শনাক্ত হয় ৪৫ জনের। যার মধ্যে ২২ জন নগরের ও ২৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১২৩ টি নমুনা পরীক্ষা করে ১১ জনের মধ্যে করোনাভাইরাস পাওয়া গেছে, যাদের সকলেই নগরের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫৮টি নমুনা পরীক্ষা করে ২৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। যাদের সকলেই বিভিন্ন উপজেলার।

কক্সবাজার মেডিক্যাল কলেজে ২০ নমুনা পরীক্ষায় ৩ করোনা রোগী শনাক্ত হয়। তবে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতালে নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়নি।

শনিবার (১৩ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বী।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন।

তিনি জানান ,নতুন করে শনাক্ত ২২২ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮১৫ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ১১১ জন। এছাড়া এ পর্যন্ত ৩৩১ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন ।