নতুন করে চট্টগ্রামে আরও ২৬৯ জনের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৫০৮৪

নতুন করে চট্টগ্রামে আরও ২৬৯ জনের শরীরে করোনা শনাক্ত, মোট আক্রান্ত  ৫০৮৪

পোস্টকার্ড ডেস্ক ।।

নতুন করে চট্টগ্রামে করোনাভাইরাসে নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় আরও ২৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  রবিবার ছয়টি ল্যাবে (১৩ জুন) ৮৫৬ টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ২৩২, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ১৫৩ টি, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৩০৪টি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ২৯টি, ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১২৬টি, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডিতে ৪১ জন, সিভাসুতে ৪৫ জন, চমেকে ১১১ জন, চবিতে ১৪ জন, ইম্পেরিয়ালের ল্যাবে ৫৬ জন, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২ জনের  শরীরে করোনা পজেটিভ পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় ছয়টি ল্যাবে নমুনা পরীক্ষা করে মোট করোনা পজেটিভ পাওয়া গেছে ২৬৯ জনের। এরমধ্যে ২০৮ জন নগরীর এবং ৬১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

উপজেলার মধ্যে লোহাগাড়ায় ২, আনোয়ারায় ১০, চন্দনাইশে ৪,  পটিয়া ৩, বোয়ালখালীতে ১০, রাউজানে ৭, হাটহাজারিতে ১৪, সীতাকুণ্ডে ১০,মীরশ্বরাইতে ১ জন।

 

রবিবার (১৪ জুন) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বী।

তিনি জানান, ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। একই সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

 

নতুন করে শনাক্ত ২৬৯ জনসহ এ নিয়ে চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ০৮৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ১১৭ জন। এছাড়া এ পর্যন্ত ৩৭১ জন রোগী চিকিৎসা নিয়ে বাসায় ফিরে গেছেন বলে জানান সিভিল সার্জন ডা সেখ ফজলে রাব্বী ।