করোনাভাইরাসে আক্রান্ত হলেন সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষক, ১৩টি বাড়ি লকডাউন

করোনাভাইরাসে আক্রান্ত হলেন সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষক, ১৩টি বাড়ি লকডাউন

সীতাকুণ্ড সংবাদদাতা।।

এবার নভেল করোনাভাইরাসে আক্রান্ত হলেন চট্টগ্রামের সীতাকুণ্ডের একজন শিক্ষক। গতকাল সোমবার (৪ মে) উপজেলার কুমিরায় অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কম্পিউটার বিভাগের ওই শিক্ষকের (৩০) করোনা শনাক্ত হয়।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কুমিরায় অবস্থিত আইআইইউসি’র ওই শিক্ষকের বাড়ি লক্ষ্মীপুর হলেও চাকুরির কারণে তিনি স্ত্রী ও শিশুসন্তান নিয়ে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের জোড়আমতল এলাকায় নুরুল ইসলাম মেম্বারের বাড়িতে বসবাস করছিলেন।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গত ২৯ এপ্রিল রাতে ওই শিক্ষকের শ্বাসকষ্ট দেখা দিলে পরদিন ৩০ এপ্রিল উপজেলাধীন ফৌজদারহাটহাটের বিআইটিআইডি হাসপাতালে ভর্তি হন এবং সেদিনই তিনি করোনা পরীক্ষার নমুনা প্রদান করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে।

স্থানীয় মেম্বার কপিল উদ্দিন বলেন, খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তা এলাকায় গিয়ে করোনা শনাক্ত হওয়া শিক্ষকের বাড়ির আশপাশের ১৩টি বাড়িকে লকডাউন ঘোষণা করে।