নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতীয় তারকাদের খোলা চিঠি

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতীয় তারকাদের খোলা চিঠি
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতীয় তারকাদের খোলা চিঠি

আন্তর্জাতিক ডেস্ক।।

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভে সংহতি জানাতে সরকারকে খোলা চিঠি দিয়েছেন তিন শতাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এই খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার, নন্দিতা দাস এবং অভিনেতা নাসিরউদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, জাভেদ জাফেরীসহ অনেকে। ভারতের সংবাদ মাধ্যম 'টাইমস অব ইন্ডিয়া'র এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

ওই খোলা চিঠিতে বলা হয়েছে, ‘আমাদের গণতন্ত্র এবং সংবিধানের সুরক্ষার্থে এই জাতির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি দাবি করে যে, এ বিষয়ে আমাদের এখনই কথা বলার সময়। আমরা জানি যে, আমরা সবসময় এই প্রতিশ্রুতি অনুযায়ী চলিনি এবং আমরা অনেকেই প্রায়শই অবিচারের মুখে চুপ করে থেকেছি।’

নাগরিকত্ব সংশোধন আইনে (সিএএ) ভারতের তিন প্রতিবেশী দেশ পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের অমুসলিমদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দেওয়া এই আইনের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।  কারণ সমালোচকদের মতে, নতুন আইন অসাংবিধানিক এবং মুসলমানদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে।

ওই চিঠিতে প্রশ্ন করা হয়, ‘সরকারের নির্ধারিত লক্ষ্যের বিপরীতে, এই আইনকে সমীচীন হিসেবে দেখা যাচ্ছে না। কারণ কেবল নিপীড়িত সংখ্যালঘুদের রক্ষার্থেই যদি এই আইন হয় তবে শ্রীলঙ্কা, চীন ও মিয়ানমারের মতো অন্যান্য প্রতিবেশী দেশের সংখ্যালঘুদের কেন বাদ দেওয়া হচ্ছে?’

‘কেন এই অঞ্চলে সবচেয়ে বেশি নিগৃহীত সংখ্যালঘুদের, মিয়ানমারের রোহিঙ্গা বা চীনের উইঘুরদেরকে বাদ দেওয়া হবে?’

খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের একজন অ্যাক্টিভিস্ট শবনম হাশমি বলেন, ‘এই আইনের একমাত্র উদ্দেশ্য হলো ধর্মনিরপেক্ষ ভারতকে হিন্দু জাতিতে পরিণত করা।’