নেইমার-রোনালদো-তেভেজের জন্মদিন আজ

নেইমার-রোনালদো-তেভেজের জন্মদিন আজ
নেইমার, রোনালদো, তেভেজ

ক্রীড়া ডেস্ক ।।

যাদের জন্মদিন ৫ ফেব্রুয়ারি, তাদের জন্য উদযাপনের বাড়তি উপলক্ষ্যও রয়েছে। ফুটবল ফ্যান হলেতো কথাই নেই,  ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, কার্লোস তেভেজ, আদনান জানযাই, ভেদরান করলুকা, গিয়র্গে হাজির বার্থডেও একইদিনে।

সেই ছোট বেলায় বাস-ট্রেনের সাথে পাল্লা দিয়ে দৌঁড়াতেন। প্রচন্ড ডেডিকেশন, অ্যাগ্রেসিভ এ্যাপ্রোচ, নিজের সাথে নিজের লড়াই, এই সবকিছুর ফল আজকের সি আর সেভেন।

৩৫-এ পা দিলেন ক্রিস্টিয়ানো। ১৯৮৫ সালের এই দিনে মারিয়া দোলোরেস দস সান্তোস আভেইরো এবং জোসে দিনিস আভেইরোর ঘর আলোকিত করে জন্ম নেন সিআরসেভেন।

ফুটবল মাঠে সবুজ টার্ফ কাঁপান যারা তাদের মধ্যে শতাব্দীর অন্যতম সেরা। ফুটবলকে দিয়েছেন অনেক। পাঁচবারের ব্যালন ডি অর জয়ী থাকবেন ভক্তদের মনে, ফুটবল ইতিহাসের পাতায় পাতায়।

আটাশে নেইমার, ফ্যাশন, লাইফ স্টাইল, ফুটবল সব কিছুর আইকন এখন ব্রাজিল তারকা। সান্তোস থেকে বার্সেলোনা, সেখান থেকে পিএসজি। নিজের গায়ে সেঁটেছেন সবচেয়ে বেশি রেকর্ড ট্রান্সফার ফির তকমা। যেখানেই যাচ্ছেন, জয় করছেন সব। প্যারিসিয়ান নাইট ক্লাবে দুদিন আগেই বার্থডে সেলেব্রেশনের ল্যাভিশ পার্টি সেরে নিয়েছেন পিএসজি তারকা। লিগ ম্যাচে নেমে ইনজুরিতে কাবু প্যারিসিয়ানদের বিগ স্টার। সারবিশ্ব থেকে জন্মদিনে পাওয়া অভিনন্দন বার্তায় ইনজুরির কষ্ট কিছুটা নিশ্চয়ই কমেছে নেইমারের।

আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ ছত্রিশে। একসময় ওল্ড ট্রাফোর্ডে রোনালদো, রুনিদের সাথে অ্যাটাকিং গোল্ডেন ট্রায়াঙ্গল ট্যালেন্ট ছিলেন বোকা জুনিয়র্স তারকা। এরপর খেলেছেন ম্যানসিটির হয়েও। একইদিনে জন্মদিন, সাবেক সতীর্থ রোনালদোকে নিশ্চয়ই শুভেচ্ছা জানিয়েছেন তিনিও।