তামিমের নাম খোদাই হয়ে গেল ট্রিপল সেঞ্চুরির ইতিহাসে

তামিমের নাম খোদাই হয়ে গেল ট্রিপল সেঞ্চুরির ইতিহাসে
তামিমের নাম খোদাই হয়ে গেল ট্রিপল সেঞ্চুরির ইতিহাসে

ক্রীড়া ডেস্ক ।।  

তামিম ইকবালের একটি রানই চাই! এদিকে সব ফিল্ডার বৃত্তের ভেতরে, ঠেকাতে হবে একটি রান । শুভাগত হোমের বল মিড উইকেটের দিকে ঠেলে ঠিকই আদায় করে নিলেন সিঙ্গেল। তামিমের নাম খোদাই হয়ে গেল রেকর্ড বইয়ে। প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে করলেন ট্রিপল সেঞ্চুরি!

বিসিএলের ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রোববার এই কীর্তি গড়েছেন তামিম। মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে ছুঁয়েছেন তিনশ রানের মাইলফলক।

তার ট্রিপল সেঞ্চুরিতে দেশের ক্রিকেটের দীর্ঘ অপেক্ষাও ফুরোলো। সেই ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল হাসান। এটিই এতদিন ছিল দেশের একমাত্র ট্রিপল সেঞ্চুরি।

সেই রকিবুল এই ম্যাচে তামিমের প্রতিপক্ষ দলে। তিনশর পর অন্যদের সঙ্গে তিনিও ছুটে গিয়ে গিয়ে অভিননন্দন জানিয়েছেন তামিমকে।