চিত্রনায়ক ফারুক হাসপাতালে

চিত্রনায়ক ফারুক হাসপাতালে
চিত্রনায়ক ফারুক হাসপাতালে 

পোস্টকার্ড ডেস্ক ।।

প্রচণ্ড জ্বরের কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভর্তি করা হয়েছে চিত্রনায়ক ফারুকে। মঙ্গলবার দুপুরের দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে ইউনাইটেড হাসপাতালের পক্ষ হতে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই ৭২ বছর বয়সী এই অভিনেতার শরীর ভালো যাচ্ছিল না। করোনা সন্দেহে তার দুইবার পরীক্ষা করানো হয়। কিন্তু দুইবারই ফলাফল 'নেগেটিভ' এসেছে। কিন্তু জ্বর কিছুতেই কমছিল না। যে কারণে বাধ্য হয়ে গত ১৬ আগস্ট তিনি হাসপাতালে ভর্তি হন। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। সুস্থ হয়ে উঠতে তিনি দেশবাসীর দোয়া চেয়েছেন।

‘ওরে নীল দরিয়া আমায় দেরে দে ছাড়িয়া’ প্রয়াত আবদুল্লাহ আল মামুন পরিচালিত ‘সারেং বৌ’ ছবির এ গানটি এখনো সমান জনপ্রিয়। আর এ গানটি শুনলেই একজন দক্ষ অভিনেতার ছবি ভেসে ওঠে চোখের সামনে। তিনি হলেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফারুক। 

১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত 'জলছবি'তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে পদার্পণ করেন বীর মুক্তিযোদ্ধা ফারুক।

১৯৭৫ সালে তার অভিনীত সুজন সখী ও লাঠিয়াল ছবি দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর লাঠিয়াল-এর জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। 

বাংলা চলচ্চিত্রের সোনালী দিনে তিনি রীতিমতো রাজত্ব করে গেছেন। বর্তমানে ফারুক ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য।