জাহাজ ভাঙা শিল্পকে লাল শ্রেণিভুক্তকরণের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

জাহাজ ভাঙা শিল্পকে লাল শ্রেণিভুক্তকরণের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন
জাহাজ ভাঙা শিল্পকে লাল শ্রেণিভুক্তকরণের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন

পোস্টকার্ড ডেস্ক ।। 

জাহাজ ভাঙা শিল্পকে পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০২৩-এ ‘লাল’ শ্রেণিভুক্তকরণের সিদ্ধান্ত বাতিল করে আগের ‘কমলা-খ’ শ্রেণিতে ফিরিয়ে নেওয়ার দাবিতে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী বিএসবিআরএ কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে শিপব্রেকিং শ্রমিক কর্মচারী ফেডারেশন। সেখানেই তারা কর্মসংস্থান রক্ষা, পরিবেশ অধিদপ্তর কর্তৃক সৃষ্ট জটিলতা নিরসন ও জাহাজ ভাঙা শিল্পে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানান ।

এ সময় বক্তারা বলেন, পরিবেশ অধিদপ্তর ‘লাল’ শ্রেণিভুক্ত করার কারণে সীতাকুণ্ডের সাগর উপকূলে অবস্থিত ইয়ার্ডগুলোতে বিদেশ থেকে কাটার জন্য আনা স্ক্র্যাপ জাহাজের কাটিং বন্ধ রয়েছে দেড় মাস ধরে। এ ছাড়া এই শিল্পে সৃষ্টি হয়েছে নানা সমস্যা। আগে জাহাজ ভাঙা শিল্প ‘কমলা’ শ্রেণিতে থাকায় চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বা ছাড়পত্র নিয়ে বিদেশ থেকে আনা স্ক্র্যাপ জাহাজ কাটা হতো। কিন্তু এখন ‘লাল’ শ্রেণিভুক্ত হওয়ায় পরিবেশ অধিদপ্তর ঢাকার মহাপরিচালকের কাছ থেকে ছাড়পত্র নিয়ে স্ক্র্যাপ জাহাজ কাটতে হবে। এই ছাড়পত্র পেতে এক থেকে দেড় মাস লাগছে। ফলে জাহাজ ভাঙা ইয়ার্ডে কর্মরত শ্রমিকরা বেকার অবস্থায় আছেন। 

শ্রমিক নেতা মোহাম্মদ আবদুর রহিম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি সফর আলী এবং প্রধান বক্তা ছিলেন শ্রমিক নেতা শফি বাঙ্গালি।

খালেদ / পোস্টকার্ড ;